প্যারিস:  একটি বহুতলের পাঁচতলার বারান্দা থেকে পা পিছলে পড়ে যায় এক চার বছরের শিশু। পিছলে যাওয়ার মুহূর্তে কোনওরকমে সে পাঁচতলার বারান্দার রেলিং ধরে ঝুলে যায়। কিন্তু তারপর সেখান থেকে তাকে বাঁচানো ছিল কার্যত অসাধ্য কাজ। সেই অসাধ্য সাধন করলেন এক তরুণ। দুবার না ভেবে প্রাণের ঝুঁকি নিয়ে একের পর এক তলার বারান্দার রেলিং টপকে পাঁচতলায় উঠে ৪ বছরের শিশুর প্রাণ রক্ষা করলেন ওই তরুণ। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে। দেখুন সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তের ভিডিওটি।











ঘটনাটি ঘটেছে ফ্রান্সের প্যারিসে। প্যারিসের স্থানীয় সময় শনিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। বাচ্চাটিকে বাঁচিয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে আসা এক তরুণ। তরুণের এই সাহসকে কুর্ণিশ জানাতে ফ্রান্সের প্রেসিডেন্ট তাঁকে ফ্রান্সের পাকাপাকি নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। এই সাহসিকতার কাজটি যিনি করেছেন, তাঁর নাম মামুদাউ গাসামা। ওই তরুণ বাচ্চাটিকে বারান্দা দিয়ে ঝুলতে দেখে, কার্যত কয়েক সেকেন্ডের মধ্যেই বহুতলের পাঁচ তলায় পৌঁছন। নীচে তখন অসংখ্য মানুষের ভিড়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার হওয়ার পর কয়েক লক্ষবার সেটা সকলে দেখে নিয়েছেন।