নিউইয়র্ক: মঙ্গলবার নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনে চলন্ত পিক-আপ ট্রাক দিয়ে ৮ পথচারীকে পিষে মারার অভিযোগ উঠেছে সইফুল্লো হাবিবুল্লেভিচ সাইপভের বিরুদ্ধে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই হত্যালীলা চালানোর পর ট্রাক থেকে নেমে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে শোনা যায় সাইপভকে। এটি সন্ত্রাসবাদী হামলা বলে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র। পুলিশ জানিয়েছে, ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত একটি চিরকূটও উদ্ধার করা হয়েছে হামলাকারীর কাছ থেকে।


কিন্তু, কে এই সাইপভ?


পুলিশ জানিয়েছে, আদতে উজবেকস্তানের বাসিন্দা সাইপভ বেশ কিছু দিন ধরেই নিউইয়র্কের উবের চালক হিসেবে কাজ করত। পুলিশের খাতায় আততায়ীর বাসস্থান হিসেবে দেখানো রয়েছে নিউজার্সি ও ফ্লোরিডা। অতীতে, ট্রাফিক আইন ভাঙার জন্য চারবার তাকে ‘ট্রাফিক টিকিট’ দেওয়া হলেও সাইপভের বিরুদ্ধে কোনও কোনও অপরাধমূলক যোগাযোগ ছিল না বলেই তদন্তে উঠে এসেছে।


পুলিশ জানায়, মঙ্গলবার ২৯ বছর বয়সী সাইপভ হাডসন নদীর তীরবর্তী লোয়ার ম্যানহাটনের ‘বাইক-প্যাথ’ (সাইকেল চালকদের জন্য নির্দিষ্ট পথ)-এ বেপরোয়াভাবে তুলে দেয় ট্রাকটি। মারা যান ৮ জন। আহত হন আরও ১১। এরপরই, ট্রাক থেকে বেরিয়ে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকরা করতে করতে পুলিশকে লক্ষ্য করে খেলনা বন্দুক তাক করে। পুলিশ কালক্ষেপ না করে সাইপভকে গুলি করে।