ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অত্যন্ত কুরুচিকর ও আপত্তিজনক ভাষায় আক্রমণ করে বসলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট। যার জেরে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করল ওয়াশিংটন।


ঘটনায় প্রকাশ, গতকাল ওবামাকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে ফেলেন ফিলিপিন্সের নব-নির্বাচিত প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ‘পতিতার সন্তান’ বলে উল্লেখ করেন।

ডুতের্তে বলেন, ও (ওবামা) নিজেকে কী মনে করে? আমি আমেরিকার হাতের পুতুল নই। আমি স্বাধীন দেশের রাষ্ট্রপতি। আমি কেবলমাত্র নিজের দেশবাসীর কাছে উত্তর দিতে বাধ্য।



এরপরই ওবামার উদ্দেশ্যে সরাসরি অশালীন ভাষা প্রয়োগ করেন ডুতের্তে। তিনি জানিয়ে দেন, লাওসের বৈঠকে আমি ওর থেকে কোনও লেকচার শুনতে রাজি নই।

প্রসঙ্গত, একদিন আগেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল, মাদক চোরাচালানকারীদের ইস্যুতে ফিলিপিন্সে ঘটে চলে বিস্তর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বৈঠকে উঠে আসবে।

এর প্রেক্ষিতেই ওবামাকে আক্রমণ করেন ডুতের্তে। ফিলিপিনো প্রেসিডেন্টের আক্রমণের পরই এদিন ফিলিপিন্স প্রেসিডেন্টের সঙ্গে লাওস বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

হোয়াইট হাউস সূত্রে খবর, এর পরিবর্তে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ওবামা।