ওয়ারশ (পোল্যান্ড): মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু পরবর্তী পাল্টা হিংসায় ৬ জন পুলিশ অফিসারের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, গোটা দেশ এই ঘটনায় সন্ত্রস্ত। পরিকল্পনামাফিক পুলিশ অফিসারদের গুলি করা হয়েছে। এই হিংসার কোনও ন্যায্য কারণ থাকতে পারে না।

 

মার্কিন প্রেসিডেন্ট এখন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে রয়েছেন। সেখানে ন্যাটো ও ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করছেন ওবামা। পোল্যান্ডে পা রাখার আগে তিনি ডালাসের বিক্ষোভকারীদের পাশে থাকার কথা বলেছিলেন। কিন্তু এরপরেই গুলিতে ১১ জন পুলিশ অফিসারের আহত হওয়ার খবর আসে। তাঁদের মধ্যে ৬ জন মারা গিয়েছেন।

 

এই খবর পাওয়ার পরেই ওবামার বক্তব্য বদলে যায়। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, দুই কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত চলবে। কিন্তু পুলিশের উপর বিদ্বেষপূর্ণ, পূর্ব নির্ধারিত এবং জঘন্য আক্রমণ চলছে। যারা গুলি চালিয়েছে তাদের বিচার হবে। পুলিশকে সাহায্য করা এবং বিচার ব্যবস্থাকে পক্ষপাতমুক্ত করার চেষ্টা পরস্পর বিরোধী নয়। পুলিশ অফিসাররা প্রতিদিন যে আত্মত্যাগ করেন, এই গুলিকাণ্ড ফের সেটা মনে করিয়ে দিচ্ছে।