ইসলামাবাদ: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকেই সমর্থন করার ঘোষণা করল অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। তাদের মতে, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পাকিস্তানের উচিত ভারতের ওপর চাপসৃষ্টি করা।
খবরে প্রকাশ, ওআইসি-র মহাসচিব ইউসুফ আহমেদ আল-ওথাইমিন গতকাল ইসলামাবাদে পৌঁছে পাকিস্তানের বিদেশ-বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে বৈঠক করেন।
পাক সংবাদসংস্থা সূত্রে খবর, আল-ওথাইমিন জানিয়েছেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করছে তাঁর সংগঠন।
সংবাদমাধ্যমের দাবি, বৈঠকে আজিজকে আল-ওথাইমিন জানান, কাশ্মীর ইস্যুতে তিনি নিজে ভারতের সঙ্গে বহুবার কথা বলেছেন। কিন্তু, প্রতিবার তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত।
তিনি আরও জানান, ওআইসি-র নিজস্ব মানবাধিকার কমিশনের সদস্যদের কাশ্মীরে যেতে দেয়নি ভারত। নয়াদিল্লি জানিয়েছে, কাশ্মীরে ওআইসি-র হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই।
তা সত্ত্বেও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ও সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধানের জন্য ওআইসি ভারতের ওপর চাপসৃষ্টি করতেই থাকবে বলেও এদিন সাফ জানান আল-ওথাইমিন।