ওয়াশিংটন : গোটা বিশ্বে এখনও 'তাণ্ডব' চালাচ্ছে করোনা। এদিকে উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। ভাইরাসের প্রভাব এখনও কতটা রয়েছে তা বোঝা যাচ্ছে সম্প্রতি সামনে আসা একটা তথ্যেই। জানা গেছে, অতিমারী শুরুর পর থেকে এই প্রথম বাচ্চাদের হাসপাতালে ভর্তির হার বেড়ে গেছে আমেরিকায়। এমনই তথ্য সামনে এনেছে আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্য়ান্ড প্রিভেনশন (US Centers for Disease Control and Prevention)। 


এখানে প্রতিদিন গড়ে ৮৯৩ জন করে হাসপাতালে ভর্তি (Hospitalization) হচ্ছে এই মুহূর্তে। ১৭ বা তার কম বয়সীদের ক্ষেত্রে এই পরিসংখ্যান উঠে এসেছে। ২০২০-র অগাস্ট থেকে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্য়ান্ড প্রিভেনশন এই সংক্রান্ত তথ্য রাখা শুরু করার পর থেকে যা রেকর্ড বৃদ্ধি। জিনহুয়া সংবাদ সংস্থা সূত্রে এই খবর। 


অধিকাংশ ক্ষেত্রে করোনার কারণেই হাসপাতালে এই ভর্তি। যদিও কিছু রয়েছে যারা অন্য কারণে হাসপাতালে ভর্তি হচ্ছে। কিন্তু, ভর্তির সময় বা হাসপাতালে থাকাকীলন দেখা যাচ্ছে, তারা করোনা সংক্রমিত। এমনই জানাচ্ছে সিডিসি।


আরও পড়ুন ; ইচ্ছের বিরুদ্ধে কাউকে করোনা টিকা নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র


২০২০-র ১ অগাস্ট থেকে ২০২২ এর ১৩ জানুয়ারি পর্যন্ত আমেরিকায় (America) ১৭ বছর বয়সী বা তার কমের ক্ষেত্রে ৯০ হাজার জন হাসপাতালে ভর্তি হয়েছে। বলছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্য়ান্ড প্রিভেনশনের তথ্য।


শিশুদের মধ্যে হাসপাতালে ভর্তির হার সবথেকে বেশি আবার সদ্যোজাত থেকে চার বছর বয়সীদের ক্ষেত্রে। যারা এখনও টিকা পায়নি।


এদিকে ভারতে আগামী মার্চ থেকে শুরু হতে পারে ১২ থেকে ১৪-র ভ্যাকসিন (Corona Vaccine)। প্রায় সাড়ে ৩ কোটি ১৫ থেকে ১৭ বছর বয়সীরা পেয়েছে ভ্যাকসিন। আরও প্রায় চার কোটি ১৫ থেকে ১৭ বছর বয়সীরা পাবে টিকা। তারপরেই শুরু হবে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ।


এপ্রসঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জয়দেব রায় বলেন, "এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এটি ধাপে ধাপে ছোট বাচ্চাদেরও কিন্তু দিতে হবে। ছোটরা যখন আক্রান্ত হচ্ছে, তাদের আইসোলেশনে রাখা খুব কঠিন। আর সেই কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও অনেকটাই বেশি।"