বার্লিন: ফের রক্তাক্ত জার্মানি। নুরেমবার্গ শহরের কাছে আন্সবাখ এলাকায় বিস্ফোরণে ১জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ১২। এক সিরীয় শরণার্থী এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছে পুলিশ, আত্মঘাতী বিস্ফোরণে শুধু তারই মৃত্যু হয়েছে জানিয়েছে তারা।


বিস্ফোরণ ঘটে স্থানীয় সময় রাত নটা নাগাদ। সে সময় সেখানে ওপেন এয়ার মিউজিক ফেস্টিভ্যাল চলছিল, দর্শক ছিলেন ২,৫০০-এর মত। পুলিশ মনে করছে, সম্ভাব্য জঙ্গি। ওই অনুষ্ঠানই টার্গেট করেছিল। বিস্ফোরণে সে উড়ে যায়। আহতদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর।

বাভারিয়া প্রশাসন জানিয়েছে, হামলাকারী ২৭ বছরের এক সিরীয় শরণার্থী। ১ বছর আগে জার্মানিতে আশ্রয় চেয়েছিল সে কিন্তু সেই অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়। যদিও সিরিয়ার পরিস্থিতি বিচার করে আপাতত বাস করার অনুমতি দেওয়া হয় তাকে। সে আত্মহত্যার লক্ষ্যে ওই ফেস্টিভ্যালে এসেছিল নাকি মানুষ খুনই উদ্দেশ্য ছিল, এখনও বুঝতে পারেনি প্রশাসন।

এর আগে রবিবার, জার্মানির দক্ষিণ পশ্চিমে রয়েটলিঙ্গেন শহরে আর এক সিরীয় শরণার্থী এক অন্তঃসত্ত্বা জার্মান মহিলাকে চপার দিয়ে কুপিয়ে মারে, জখম করে দুজনকে।

শুক্রবারে মিউনিখের এক মলে হামলা চালিয়ে ৯জনকে গুলি করে মারে এক ইরানীয় বংশোদ্ভূত। তার আগের সোমবার উয়েরজবার্গ এলাকায় ট্রেনে এক পাক বংশোদ্ভূত কুঠার দিয়ে আক্রমণ করে জখম করে ৫জনকে।