নয়া দিল্লি: আফগানিস্তানের (Afghanistan) কুনারে বোমা- বিস্ফোরণে (Bomb Blast) অন্তত ৬ আহত হয়েছে। পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি এমনটাই জানিয়েছে। রবিবার কুনারের কেন্দ্র আসাদাবাদ শহরে বিস্ফোরণটি ঘটে যখন তালিবান (Taliban) বাহিনীর গাড়িতে লাগানো একটি মাইন বিস্ফোরিত হয়।
স্থানীয় সংবাদসংস্থা জানিয়েছে, "আজকে কুনারের কেন্দ্র আসাদাবাদে একটি বিস্ফোরণে একজন ইসলামিক এমিরেট বাহিনীর সদস্য নিহত এবং একজন বেসামরিক ব্যক্তি সহ ৬ জন আহত হয়েছে। ইসলামিক এমিরাতের একটি গাড়িতে একটি মাইন বসানো হয়েছিল৷ প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে একাধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।”
আফগানিস্তানে তালিবানের ক্ষমতা গ্রহণের পর সাম্প্রতিক মাসগুলোতে এখানে যে একের পর এক ভয়াবহ হামলা হচ্ছে কাবুলের পূবাঞ্চালে সংঘটিত এই হামলা ছিল তার সর্বশেষ ঘটনা। আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সংবাদ সংস্থাকে জানান, এই বোমার ঘটনা তদন্তে সেখানে তালিবান নিরাপত্তা দলের একটি টিম পাঠানো হয়েছে।
আরও পড়ুন, ছবিতে রয়েছে একাধিক প্রাণী! খুঁজে পাননি অনেকেই
এখনো পর্যন্ত এই হামলার দায়িত্ব কোন গ্রুপ স্বীকার করেনি।
আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এর আগে, শনিবার আফগানিস্তানের কাবুলে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। কাবুলের দশম জেলার বাতখাক স্কোয়ারে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে বহু মানুষ নিহত এবং অনেকে আহত হয়েছেন। তার মতে, যাত্রীবাহী গাড়িতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস থেকে বিস্ফোরণটি ঘটে।
এর আগে, ৬ জুন, কাবুলের পুলিশ ডিস্ট্রিক্ট-৪-এ একটি সাইকেলে বিস্ফোরক নিয়ে বিস্ফোরণ ঘটে। বিষয়টি তদন্ত করতে নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছেছে বলে খবর।