নয়াদিল্লি: বহুদিন হল শুরু হয়েছে কোভিড টিকাকরণ। বিশ্বের বিভিন্ন দেশে বছরখানেক আগেই শুরু হয়ে গিয়েছে। এখন বিশ্বের উন্নত দেশগুলিতে তৃতীয় ডোজের ভ্যাকসিন (Covid Vaccine) দেওয়া হচ্ছে। কিছু দেশে কোভিড ভ্য়াকসিনের চতুর্থ ডোজও দেওয়া হয়েছে। ভারতেও শুরু হয়েছে বুস্টার ডোজ (Bosster Dose)। কিন্তু বিশ্বের সব দেশে ছবিটা এক নয়। বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেসুস (Tedros Adhanom Ghebreyesus)। 


কোথায় ঘাটতি
বিশ্বের মোট জনসংখ্য়ার এক তৃতীয়াংশ এখনও কোভিড টিকার (Covid Vaccine) একটি ডোজও পাননি। টিকাকরণে এই চরম বৈষম্যের কথা বারবার তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। টিকাকরণের শুরু থেকেই বারবার টিকা বৈষম্য নিয়ে সরব হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফের সামনে এল এই তথ্য। 


বৈষম্য কতটা গভীর?
টিকা না পাওয়া মোট জনগণের ৮৩ শতাংশই হলেন আফ্রিকা (Africa) মহাদেশের বাসিন্দা। আর উল্টোদিকে উচ্চ এবং মধ্য আয়ের (High and Middle Income) দেশগুলিতে জনসংখ্যার ৭০ শতাংশই কোভিড টিকাকরণের আওতায় এসে গিয়েছেন। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেসুস  বলেন, 'এটা আমি মেনে নিতে পারছি না। এটা কারও মেনে নেওয়া উচিতও নয়। বিশ্বের ধনীরা যদি ভ্যাকসিন পেতে পারেন, তাহলে গরিবরা কেন পাবেন না? কিছু জীবনের মূল্য কি বাকিদের তুলনায় বেশি?'


কোভিড সংক্রমণ কোথায় দাঁড়াবে? সেটা নিয়েও বক্তব্য রেখেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। কোভিড ভাইরাস রূপ বদলাতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে টিকাকরণ এবং সংক্রমণের জন্যই কমতে পারে ভয়াবহতা। তবে সময়ের সঙ্গে সঙ্গে কোভিড প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধির করার পরামর্শ দিয়েছেন তিনি। ফলে সময়ে সময়ে বুস্টার টিকা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলেই জানিয়েছেন তিনি। প্রয়োজনে ভ্যাকসিনেও বদল আনতে হতে পারে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি।  


আরও পড়ুন: ৩০ এর পরও মা হওয়ার জন্য় সময় নিতে চান? ঠিক সিদ্ধান্ত?