নিউইয়র্ক ও প্যারিস: ফ্লোরিডার সমকামী নাইটক্লাবে নর-নিধনের শিকার হওয়া ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে শোকে সামিল বিশ্বের বিভিন্ন প্রান্ত।
অরল্যান্ডো গণহত্যা প্রতিবাদে এবং নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে এদিন আঁধারে ডুব দেয় নিউইয়র্কের অন্যতম আকর্ষণ এম্পায়ার স্টেট বিল্ডিং। শ্রদ্ধায় সামিল ৯/১১ হামলার অন্যতম কেন্দ্রস্থল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-এর ধ্বংসস্তূপে উঠে আসা ওয়ান ওয়ার্ল্ড-ও। সেখানে বিল্ডিংয়ের মাথায় থাকা স্পায়ার (ধাতব অংশ) সমকামিতার প্রতিক বলে পরিচিত রামধনু রঙে রাঙিয়ে ওঠে। ঠিক একইভাবে, রামধনু রঙে রেঙে ওঠে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। শ্রদ্ধা জানানো হয় অস্ট্রেলিয়াতেও।
শনিবার রাত ২টো নাগাদ (স্থানীয় সময়) অরল্যান্ডোর ‘ল্যাতিন নাইটস্’ নামে সমকামী নাইটক্লাবে ভিড় করেছিলেন কমপক্ষে ৩০০ জন! আচমকাই এআর-১৫ অ্যাসল্ট রাইফেল এবং একটি হ্যান্ডগান নিয়ে সেখানে ঢুকে পড়ে ওমর মতিন নামে বছর ২৯-এর এক যুবক।
শুরু হয় নির্বিচার গুলিবর্ষণ! নিয়নের আলোকে রক্তে ভাসিয়ে সেখানেই লুটিয়ে পড়েন অসংখ্য মানুষ! মৃত্যু হয় ৫০ জনের। আহত হন আরও ৫৩ জন। এই প্রেক্ষিতে নিউইয়র্কের মেয়র বিল ডি’ব্লাসিও ঘোষণা করেন, শহরের সব জায়গায় মার্কিন পতাকা অর্ধনমিত হয়ে থাকবে।
পাশাপাশি, ৯/১১-এর পর মার্কিন মুলুকে ঘটে যাওয়া সবথেকে বড় হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জঙ্গি-হামলার সাক্ষী থাকা প্যারিসও। শহরের সেরা আকর্ষণ আইফেল টাওয়ারকে আলোকিত করা হয়েছে সমকামী পতাকার রঙে।
মেয়র অ্যান হিদালগো জানান, অরল্যান্ডোর পাশে রয়েছে প্যারিস। সেখানে সিটি হলেও মার্কিন পতাকা ও সমকামীর রামধনূ আলোর মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রদ্ধায় সামিল হয়েছে ফরাসি ফুটবল দলও।
অরল্যান্ডো হামলা: নিহতদের শ্রদ্ধায় সামিল এম্পায়ার স্টেট বিল্ডিং, আইফেল টাওয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jun 2016 01:00 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -