লন্ডন: ভারতের চেয়ে পাকিস্তানের হাতে বেশি পরমাণু অস্ত্র আছে। এমনই তথ্য পেশ করল স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি)।
এই সংস্থার রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে পাকিস্তানের হাতে ১১০ থেকে ১৩০টি পরমাণু অস্ত্র আছে। সেখানে ভারতের হাতে ১০০ থেকে ১২০টি পরমাণু অস্ত্র আছে। গত বছরও পরমাণু অস্ত্রের সংখ্যায় ভারতের চেয়ে এগিয়ে ছিল পাকিস্তান। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি।
সিপরি বলছে, এ বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চিন, ভারত, পাকিস্তান, ইজরায়েল এবং উত্তর কোরিয়ার হাতে প্রয়োজনে ব্যবহার করার তৈরি মোট পরমাণু অস্ত্র ছিল ৪,১২০টি। তবে এই দেশগুলির হাতে থাকা মোট পরমাণু অস্ত্র ১৫,৩৯৫টি। গত বছর এই অস্ত্র ছিল ১৫, ৮৫০টি। যা এ বছর সামান্য কমেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরমাণু অস্ত্রের পরিমাণ কমিয়ে ফেলছে এবং অস্ত্রভাণ্ডারকে আধুনিক করে তুলছে। তবে ভারতের দুই প্রতিবেশী চিন ও পাকিস্তান পরমাণু শক্তি বাড়াচ্ছে। এটা ভারতের কাছে চিন্তার বিষয়।