অরল্যান্ডো: ফ্লোরিডার নাইটক্লাবে হামলার কথা আগে থেকে জানতেন আততায়ী মতিনের বর্তমান স্ত্রী। এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। তার বিরুদ্ধেও আনা হতে পারে ফৌজদারি অভিযোগ।
আমেরিকার ফ্লোরিডায়, নৃশংস ওমর মতিনের বেপরোয়া আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়েছে ৪৯ জনের প্রাণ! যে ঘটনা আতঙ্কের স্রোত বইয়ে দিয়েছে আমেরিকাবাসীর শিড়দাঁড়ায়!
এই হামলার কথা কি আগে থেকেই জানতেন মতিনের দ্বিতীয় স্ত্রী? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। কারণ, মার্কিন সংবাদ সংস্থা সূত্রে খবর, মতিনের দ্বিতীয় স্ত্রী নূর জাহি সলমন, গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কাছে দাবি করেছেন, তাঁর স্বামী যখন আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কিনছিলেন, তখন তাঁর সঙ্গেই ছিলেন তিনি।
এমনকী, তিনি নাকি মতিনকে একবার অরল্যান্ডোর এই নাইটক্লাবে নিয়েও গিয়েছিলেন! আততায়ীর দ্বিতীয় স্ত্রীর এই দাবি শুনে হতবাক গোয়েন্দারা! তাঁদের প্রশ্ন, তবে কি শুধুমাত্র আগ্নেয়াস্ত্র কেনাই নয়, হামলার পরিকল্পনাতেও সামিল ছিলেন নূর? সেই কারণেই কি আগেভাগে এতবড় হামলার আঁচ পাওয়া সত্বেও, পুলিশকে কিছু জানাননি তিনি?
মতিনের দ্বিতীয় স্ত্রীর অবশ্য দাবি, তিনি তাঁর স্বামীকে বোঝাচ্ছিলেন যাতে সে কোনওরকম খারাপ কাজ না করে। যদিও, নূরের এই দাবিতে বিশেষ একটা সন্তুষ্ট নন মার্কিন গোয়েন্দারা।
মতিনের মতো তাঁর স্ত্রীর নামও এই হত্যা মামলার সঙ্গে যুক্ত করার বিষয়ে ভাবনাচিন্তা করতে শুরু করেছেন তাঁরা! এবিষয়ে সিদ্ধান্ত নিতে বিচারপতিদের একটি বেঞ্চও তৈরি করা হয়েছে। তবে, ফ্লোরিডার এই আততায়ীর নাইটক্লাবে যাওয়ার কথা অবশ্য এর আগেও শোনা গিয়েছে। তার প্রাক্তন স্ত্রীর মুখ থেকে!
তবে, সেই নাইটক্লাব অরল্যান্ডোর এই নাইটক্লাব কিনা, সেবিষয়ে জানা যায়নি। পুলিশ সূত্র উদ্ধৃত করে একটি মার্কিন পত্রিকা এও জানিয়েছে, হামলার আগে নাইটক্লাবের পাশাপাশি ফ্লোরিডার ডিজনি পার্কেও রেকি করেছিল মতিন। ডিজনি পার্কের এক ম্যানেজারও জানিয়েছেন, এপ্রিলে মতিন সেখানে গিয়েছিল।
তবে কি আততায়ীর নজরে ছিল ডিজনি পার্কও? প্রশ্ন গোয়েন্দাদের মনে।
আমেরিকার ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় ডিজনির দুটি থিম পার্ক রয়েছে। প্যারিসে জঙ্গি হামলার পর এই দুটি পার্কের নিরাপত্তা জোরদার করে ডিজনি কর্তৃপক্ষ।