নাইটক্লাবে হামলা: ইন্টারনেটের মাধ্যমে মৌলবাদী ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিল মতিন, জানাল আমেরিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jun 2016 05:11 AM (IST)
ওয়াশিংটন: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সরাসরি যোগসূত্র ছিল না আমেরিকার অরল্যান্ডোর নাইটক্লাবে হামলাকারী বন্দুকবাজের। কিন্তু ইন্টারনেটে ইসলামীয় জঙ্গিগোষ্ঠীগুলির বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা, মৌলবাদী ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ওমর মতিন নামে ওই অপরাধী। এফবিআই ডিরেক্টর জেমস্ কমে জানিয়েছেন, ইসলামী জঙ্গিসংগঠনগুলির জেহাদি আন্দোলনে পূর্ণ সমর্থন ছিল মতিনের। তবে তার আসল উদ্দেশ্য ঠিক কী, সেব্যাপারে এখনও দ্বিধায় পুলিশ। কমে বলেন, আমরা নিশ্চিত, ইন্টারনেটের মাধ্যমেই মৌলবাদী চিন্তাভাবনায় উদ্বুদ্ধ হয়েছিল মতিন। তবে এই ঘটনায় বাইরে থেকে কোনও প্লট সাজানো ছিল না। উল্লেখ্য, এই ঘটনার দায় স্বীকার করেছে আইএস। কিন্তু হামলার ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, এমন প্রমাণ এখনও মেলেনি বলে দাবি কমের।