ওই নৌ কর্মীর নাম রবার্ট ও নিল। একটি বই লিখেছেন তিনি, নাম 'দ্য অপারেটর: ফায়ারিং দ্য শটস দ্যাট কিলড বিন লাদেন'। তাতে রবার্ট লিখেছেন, তিনি একাই লাদেনের মাথায় তিনটি বুলেট পুরে দেন। তাতে টুকরো টুকরো হয়ে যায় তাঁর মাথা।
বইটিতে লেখা আছে, পাকিস্তানের অ্যাবোটাবাদে ২০১১-র ২ মে-র সেই রাতে কী কী ঘটেছিল। তাঁর দাবি, লাদেন ছিলেন অ্যাবোটাবাদের ওই বাড়ির ওপর তলায়। সিঁড়ি বেয়ে দোতলায় উঠছিলেন তাঁরা, তিনি ছিলেন ৫-৬ জন নৌ কর্মীর পিছনে। সে সময় ল্যান্ডিংয়ে এ কে ৪৭ হাতে এসে দাঁড়ায় লাদেনের ছেলে খালিদ। আগে সে একটা স্তম্ভের পিছনে লুকিয়ে ছিল। তখন আরবি ভাষায় তাকে বেরিয়ে আসতে বলে নৌ সেনা, তাতে সাড়া দেয় সে। বাইরে বেরিয়ে এলেই তার মুখে গুলি করা হয়।
ওপরে ছিলেন ওসামা, তাঁর ৪ স্ত্রী ও ১৭টি ছেলেমেয়ে। তাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন ছোট বউ আমাল। তাঁর কাঁধে হাত রেখেছিলেন ওবামা। সেকেন্ডের মধ্যে মহিলার ডান কাঁধ লক্ষ্য করে পরপর গুলি চালান ও নিল। তাতে লাদেনের মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। এমনই অবস্থা হয়, যে সনাক্তকরণের জন্য টুকরোগুলো জোড়ার দরকার পড়ে।
৫ বছর আগে ওসামা সংক্রান্ত অপারেশন নিয়ে নো ইজি ডে বইটি প্রকাশ করেন আর এক নেভি সিল মার্ক বিসোনেটে। তারপর রবার্ট ও নিলের এই বই।