টেক্সাস: প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফাকে নিঃসন্দেহে ভালবাসেন তাঁর ভক্তরা। প্রসঙ্গত, মিয়াকে তাঁরা এতটাই ভালবাসেন, যে যখনই তাঁকে দেখেন, তাঁরা একসঙ্গে ছবি তোলেন। কিন্তু সবসময় বোধহয় ভাগ্য সহায় হয় না।
যেমন টেক্সাসের এক তরুণের সঙ্গে ঘটেছে। ২০ বছরের তরুণ প্রাক্তন পর্নস্টারকে দেখে উত্তেজিত হয়ে পড়েন। কোনও অনুমতি ছাড়াই মিয়ার সঙ্গে তাঁর একটি সেলফি ক্লিক করে বসেন। এবং সেসময় স্বাভাবিক নিয়মে যা হওয়া উচিত্, তাই হয়েছে। ওই তরুণকে একটি ঘুসি মারেন মিয়া।
তবে তাতেও ওই তরুণের তেমন লজ্জা হয়নি। ঘুসি খাওয়ার পর নিজের আঘাতের চিহ্নটিও টুইটারে পোস্ট করেন ওই তরুণ।
ছবি সৌজন্যে ফোর্থটাইগারক্ল নামের ওই তরুণের টুইটার অ্যাকাউন্ট
ওই তরুণের পোস্ট করা টুইটের পরিবর্তে এই টুইটগুলো করা হয়েছে।
বিনা অনুমতিতে সেলফি তোলায়, ভক্তকে ঘুসি প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2017 06:56 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -