লন্ডন: ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে গণভোটে। কিন্তু ফের গণভোট চেয়ে পিটিশনে সই করেছেন ২৭ লক্ষেরও বেশি ব্রিটেনবাসী। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের ওয়েবসাইটে এই পিটিশন দাখিল করা হয়। সই করেন মোট ২৭ লক্ষ ৫৭ হাজার ৯৭ জন। এরপরেই এত চাপ নিতে না পেরে ওয়েবসাইটটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে সেটি বন্ধ হয়ে যায়।
উইলিয়াম অলিভার হেডলি নামে এক ব্যক্তি ওই পিটিশনটি লিখেছেন। তাঁর বক্তব্য, যদি মোট ভোটারের ৭৫ শতাংশ ভোট দিয়ে থাকেন এবং ৬০ শতাংশের কম মানুষ ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেন, তাহলে দ্বিতীয়বার গণভোট নেওয়া উচিত।
এই পিটিশন নিয়ে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হবে বলে জানা গিয়েছে। পার্লামেন্টের সদস্যরা যদি একমত হন, তাহলে ফের গণভোট হতে পারে।
ব্রেক্সিট নিয়ে ফের গণভোট চেয়ে পিটিশনে সই ২৭ লক্ষ ব্রিটেনবাসীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jun 2016 08:26 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -