নয়াদিল্লি: জঙ্গলে বেড়াতে গিয়ে সবারই ছবি তোলার ইচ্ছা হয়। বিশেষ করে সামনে জন্তু-জানোয়ার দেখতে পেলে। দক্ষিণ আফ্রিকার একটি সাফারি পার্কে গিয়ে ঠিক সেটাই করছিলেন দু জন পর্যটক। তাঁরা চিতা দেখে ফেরার পথে একটি পূর্ণবয়স্ক গণ্ডার দেখতে পেয়ে গাড়ি থামিয়ে ছবি তুলতে যান। কিন্তু হঠাৎই গণ্ডারটি গাড়ির দিকে তেড়ে আসে।


 

বিশাল ওই গণ্ডারটিকে গাড়ির দিকে ছুটে আসতে দেখে পর্যটকদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়। যিনি ছবি তোলার জন্য ক্যামেরা বাগিয়েছিলেন, তিনি ক্যামেরা ফেলে চালকের কোলে উঠে পড়েন। শেষপর্যন্ত অবশ্য গণ্ডারটি পর্যটকদের আক্রমণ করেনি। গাড়ি থেকে ২০ সেন্টিমিটার দূরে থেমে যায় সে। পর্যটকরা পালিয়ে বাঁচেন।

 

দেখুন ভিডিও। সৌজন্যে ক্রুগার সাইটসিং