ইয়াঙ্গন: বুধবারের ভূমিকম্পে কেঁপে উঠলেও খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি মায়ানারে। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কয়েকটি বাড়ি ও প্যাগোডায় চিড় ধরা ছাড়া আর তেমম কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি।
গতকাল ৬.৯ তীব্রতার শক্তীশালী ভূকম্পনে কেঁপে ওঠে মায়ানমার। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্প এতটাই জোরালো ছিল যে তা চিনেও অনুভূত গিয়েছিল। পূর্ব ও উত্তর ভারতের বড় অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রাথমিকস্তরে জানা গিয়েছে, উৎসস্থলের ১০০ কিলোমিটারের মধ্যেই ক্ষয়ক্ষতি সীমাবদ্ধ ছিল। সাগেইং প্রদেশের এক আধিকারিক জানান, কয়েকটি গ্রামে প্যাগোডাগুলির সামান্য ক্ষতি হয়েছে। তবে, কোনও প্রাণহানি ঘটেনি।
এদিকে, প্রতিবেশী বাংলাদেশ, ভারতেও ভালমত ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশে ৮০ জনের মত আহত হয়েছেন। ভারতে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব রাজ্য মিলিয়ে মোট ১০ জন আহত হয়েছেন। সব ক্ষেত্রেই ভূমিকম্পের পর তাঁরা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোতে গিয়ে চোট পান।
ভূমিকম্প: মায়ানমারে বিভিন্ন প্যাগাডায় চিড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2016 10:19 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -