ইসলামাবাদ: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জনবহুল অঞ্চলে ভেঙে পড়ল সেনাবাহিনীর একটি বিমান। ওই বিমানটি রুটিনমাফিক প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। গতকাল রাত আড়াইটে থেকে ২.৪০ মিনিটের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। এই দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আছেন বিমানের দুই পাইলট, তিনজন ক্রু মেম্বার এবং ১২ জন সাধারণ মানুষ। বিমানটি ভেঙে পড়ায় ৫-৬টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাওয়ালপিন্ডির ডিস্ট্রিক্ট কমিশনার আলি রণধাওয়া জানিয়েছেন, মোরা কালু গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়ে। ১৭ জনের মৃত্যুর পাশাপাশি ১২ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। আজ সকালে উদ্ধারকার্য শেষ হয়েছে।



স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায়। সেই আগুনেই আশেপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় পুড়ে যাওয়া বাড়িগুলির ছবিও আপলোড করেছেন।