ইসলামাবাদ: পাকিস্তানের সেনাপ্রধান জাভেদ বাজওয়ারের গলায় ফের হুঁশিয়ারি। তিনি বলেছেন, সীমান্ত পারের যে কোনও হুমকির জবাব দিতে পাক সেনা সক্ষম এবং এজন্য তাঁরা তৈরি হয়েই রয়েছেন। রওয়ালপিন্ডিতে পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দর খানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন বাজওয়া। সেনার পক্ষ থেকে প্রেস বিবৃতি জারি করা বাজওয়ার এই মন্তব্যের কথা জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈঠকে নিয়ন্ত্রণ রেখায় নিরাপত্তা পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের গোড়াতেই বাজওয়া বলেছিলেন, ভারতের যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত পাক সেনা। একইসঙ্গে ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াতের ‘তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইকের’ দাবিও খারিজ করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছিল ভারতীয় বাহিনী। কিন্তু পাকিস্তান ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্বীকার করেনি।
যে কোনও হুমকির জবাব দিতে তৈরি পাক সেনা: বাজওয়া
ABP Ananda, web desk
Updated at:
19 Jan 2017 08:18 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -