ভারতের আগ্রাসন থেকে দেশবাসীকে রক্ষা করবে পাক সেনা: বাজওয়া
ABP Ananda, web desk | 22 Feb 2017 09:52 AM (IST)
ইসলামাবাদ: ফের ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। নিয়ন্ত্রণ রেখায় ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন তিনি। জেনারেল বাজওয়া বলেছেন, ‘ভারতীয় আগ্রাসন’ থেকে পাকিস্তানের জনগনকে রক্ষা করবে পাক সেনা। একইসঙ্গে বাঁধা গতে কাশ্মীর প্রসঙ্গও তুলেছেন পাক সেনা প্রধান। তিনি বলেছেন, কাশ্মীরের জনগন আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য লড়াই করছেন। এই লড়াইয়ে কাশ্মীরের জনগনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান। ভারত পাকিস্তানে সন্ত্রাসবাদে সাহায্য করছে বলেও জেনারেল বাজওয়ার অভিযোগ। তিনি বলেছেন, এ বিষয়ে পাক সেনা সম্পূর্ণ সচেতন।