ইসলামাবাদ: কোনও মৌলবাদী কট্টরপন্থী গোষ্ঠী নয়, এবার পাকিস্তানে ভ্যালেন্টাইন্স ডে পালনের ওপর নিষেধাজ্ঞা খোদ আদালতের। ইসলামাবাদ হাইকোর্ট ভ্যালেন্টাইন্স ডে পালন ও সোশ্যাল মিডিয়ায় তার প্রচার নিষিদ্ধ করে দিয়েছে। এই দিবস 'অ-ইসলামিক', এই যুক্তিতে দায়ের করা পিটিশনের ভিত্তিতে এই নির্দেশ জারি করেছে ইসলামাবাদ হাইকোর্ট।
আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তি তাঁর পিটিশনে যুক্তি দেন যে, ভ্যালেন্টাইন্স ডে ইসলামিক ঐতিহ্যের অঙ্গ নয়। তাই মূলধারার সংবাদমাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতেও এর প্রচার বন্ধ করা হোক। আদালত তাঁর পিটিশন গ্রহণ করে সারা দেশেই ভ্যালেন্টাইন্স ডে পালন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। এই নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালিত হয় সেজন্য আদালত তথ্য মন্ত্রকের পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও ইসলামাবাদের চিফ কমিশনারকে মনোনীত করেছে। ভ্যালেন্টাইন্স ডে সংক্রান্ত যাবতীয় প্রচার অবিলম্বে বন্ধের জন্য দেশের সমস্ত মুদ্রণ ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানেও ভ্যালেন্টাইন্স ডে ঘিরে প্রতিবারেই বিতর্ক তৈরি হয়। সে দেশের মৌলবাদী ধর্মীয় দলগুলিও এই দিবস পালন করলে তরুণ প্রজন্মকে রক্তচক্ষু দেখায়।
কিন্তু এই প্রথম কোনও আদালত পাকিস্তানে ভ্যালেন্টাইন্স ডে পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করল।
'অ-ইসলামিক', দেশে ভ্যালেন্টাইন্স ডে পালনে নিষেধাজ্ঞা পাক আদালতের
ABP Ananda, web desk
Updated at:
13 Feb 2017 04:49 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -