জেনিভা/নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য জঙ্গি তৈরি করেছে পাকিস্তান। এখন সেই দৈত্য তাদেরই গ্রাস করছে। এভাবেই সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে আক্রমণ করলেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত অজিত কুমার। মানবাধিকার পরিষদের ৩৪-তম বৈঠকে ভারতের রাষ্ট্রদূত বলেছেন, সীমান্ত সন্ত্রাস ও অনুপ্রবেশে মদত দিয়ে জম্মু ও কাশ্মীরে অস্থিরতা তৈরি করছে পাকিস্তান। হিংসায় উৎসাহ দেওয়ার পাশাপাশি সন্ত্রাসবাদকে গৌরবান্বিতও করছে পাকিস্তান।


সন্ত্রাসবাদকে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করে অজিত বলেছেন, ‘যে দেশ সারা বিশ্বে সন্ত্রাসবাদের উৎস হিসেবে পরিচিতি লাভ করেছে, সেই দেশকেই মানবাধিকার রক্ষার কাজে সামিল করা হয়েছে। গত দু দশকে বিশ্বের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসবাদীরা পাকিস্তানে আশ্রয় ও সবরকম সাহায্য পেয়েছে।’

কাশ্মীরের বিষয়েও ইসলমাবাদের ভূমিকার তীব্র নিন্দা করেছেন অজিত। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই কাশ্মীরের বিষয় ভারতের ব্যক্তিগত। কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।