ওয়াশিংটন: দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাঁকে বেছে নিয়েছেন, সেই ড্যান কোটস ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাফল্যের কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি শ্রীহরিকোটা থেকে একটি রকেট উতক্ষেপণ করে ইসরো একসঙ্গে ১০০ টিরও বেশি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল।
পরের দিন এ কথা জেনে তাজ্জব হয়েছিলেন প্রাক্তন সেনেটর ড্যান কোটস। ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে নিয়োগের ব্যাপারে গতকাল চূড়ান্ত শুনানিতে মার্কিন কংগ্রেস সদস্যদের সামনে এ কথা জানান তিনি। কোটস বলেছেন, ভারত একটি মাত্র রকেটের মাধ্যমে একশটিরও বেশি উপগ্রহ উতক্ষেপণ করেছে জানতে পেরে ঘাবড়ে গিয়েছিলাম।
তিনি বলেন, আমেরিকা কোনও বিষয়ে পিছিয়ে থাকতে পারে না।
কোটস বলেছেন, হতে পারে স্যাটেলাইট গুলি ছোট আকারের। কিন্তু সেগুলি একসঙ্গে মহাকাশে পাঠানো হয়েছে। সংখ্যাটা ১০৪।
উল্লেখ্য, সিআইএ সহ আমেরিকার সমস্ত গোয়ান্দা সংগঠনগুলির প্রধান পদে কোটসের নিযুক্তি অনুমোদন পেয়েছে।
ভারত একসঙ্গে ১০৪ টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে, শুনে ‘ঘাবড়ে গিয়েছিলেন’ ট্রাম্পের হবু গোয়েন্দা প্রধান
ABP Ananda, web desk
Updated at:
01 Mar 2017 12:54 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -