ইসলামাবাদ: সীমান্তে বারেবারেই যুদ্ধবিরতি লঙ্ঘণ করে গুলি চালাচ্ছে পাকিস্তান। এছাড়াও যাবতীয় শিষ্টাচার ভেঙে চরবৃত্তির অসার অভিযোগ তুলে ভারতীয় দূতাবাসের কর্মীদের নাম ও ছবি প্রকাশ করে দিয়েছে পাকিস্তান। এরপরও দ্বিপাক্ষিক সম্পর্কে চলতি সংকটের জন্য ভারতকে দুষল পাকিস্তান। পাকিস্তান দাবি করেছে যে, ভারতের সঙ্গে ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী আলোচনার জন্য তারা রাজি। পাকিস্তানের অভিযোগ, তারা বারেবারেই ভারতের কাছে আলোচনার প্রস্তাব দিচ্ছে। কিন্তু ভারত সেই প্রস্তাবের কোনও জবাব দিচ্ছে না।
পাক বিদেশদফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, ‘চলতি সংকট ভারত তৈরি করেছে। পাকিস্তান সবসময়ই চূড়ান্ত সংযম ও ধৈর্য্যের নীতি অবলম্বন করে চলে এবং ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের জন্য বহুবারই প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ভারত একরোখা ও একগুঁয়ে মনোভাব নিয়ে চলছে’।
জাকারিয়া আরও বলেছেন, পাকিস্তানের আলোচনার প্রস্তাবে ভারত কোনও সাড়াই দেয়নি। পাকিস্তান ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী আলোচনার জন্য প্রস্তুত।
উল্লেখ্য, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে সম্প্রতি অসংখ্যবার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গুলি বর্ষণ করছে পাকিস্তান। তাদের গুলিতে প্রাণ গিয়েছে শিশু-মহিলা সহ ভারতের সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষেরও। এই ঘটনায় ভারত ও পাকিস্তানের সম্পর্কের উত্তেজনার পারদ আরও চড়েছে। এরইমধ্যে পাক বিদেশ দফতরের মুখপাত্র ওই মন্তব্য করেছেন।
ভারতীয় দূতাবাসের আট আধিকারিকের বিরুদ্ধে চরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে জাকারিয়া বলেছেন, এটা খুবই গুরুতর ইস্যু, যা কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রচলিত রীতিনীতির পরিপন্থী । এ বিষয়ে নজর রেখে চলেছে সংশ্লিষ্ট বিভাগগুলি। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে ওই বিভাগগুলি।
যদিও দূতাবাসের আধিকারিকদের বিরুদ্ধে পাকিস্তানের তোলা অভিযোগ ‘ভিত্তিহীন ও অপ্রমাণিত’ বলে খারিজ করে দিয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, ভারতীয় দূতাবাসের কর্মীদের কালিমালিপ্ত করার জন্য পাকিস্তান ‘পরিকল্পিত’ ও ‘নোংরা’ প্রচেষ্টা চালাচ্ছে।
পাক বিদেশ দফতরের মুখপাত্র জাকারিয়া নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তে ভারতের বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন।
কাশ্মীর ইস্যু নিয়েও সরব হয়েছেন জাকারিয়া। তাঁর অভিযোগ, ভারত কাশ্মীর প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও রাষ্ট্রপুঞ্জের সনদ উপেক্ষা করে চলেছে।
‘ভারতের সঙ্গে ফলপ্রসূ ও স্থায়ী আলোচনা চায় পাকিস্তান’
ABP Ananda, web desk
Updated at:
04 Nov 2016 09:09 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -