পুলওয়ামা হামলায় পাক যোগের তথ্যপ্রমাণ নেই, থাকলে দিক ভারত, ব্যবস্থা নেব, হামলা করলে প্রত্যাঘাত, হুঁশিয়ারি ইমরানের
Web Desk, ABP Ananda | 19 Feb 2019 02:28 PM (IST)
ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পাল্টা তোপ ভারতকে। পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের হাত থাকার অভিযোগ উড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক-রাজনীতিক। ভারতের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে পুলওয়ামা সন্ত্রাসে নিজের দেশের কোনওরকম ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন তিনি। তাঁর পাল্টা দাবি, কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তানের যোগসূত্রের কোনও তথ্যপ্রমাণ ভারতের হাতে নেই। ইমরান বলেন, ভারত কোনও তথ্যপ্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষ দিচ্ছে। যার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া সম্ভব, এমন কোনও প্রমাণ-নথি থাকলে পেশ করুক, আমরা ব্যবস্থা নেব। কেউ যাতে আমাদের ভূখণ্ড থেকে সন্ত্রাস না ছাড়ায়, নিজেদের স্বার্থেই সেটা দেখব আমরা। আমি ভারত সরকারকে বলতে চাই, কথা দিচ্ছি, কোনও পাকিস্তানির বিরুদ্ধে কিছু প্রমাণ মিললে আমরা ব্যবস্থা নেব। তাঁর সাফাই, ইসলামাবাদ সন্ত্রাস নয়, স্থিতিশীলতা চায়। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, ভারত যদি পাকিস্তানকে আক্রমণের কথা ভাবে, তবে আমরাও প্রত্যাঘাত করব। আর কোনও দ্বিতীয় রাস্তা নেই। আজ ভিডিও বার্তায় ভারতের অভিযোগের জবাবে মুখ খোলেন ইমরান। ভারতের অভিযোগ, পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ৪০ জন সিআরপিএফ জওয়ানের হত্যার দায় নিয়েছে যে জয়েশ-ই-মহম্মদ গোষ্ঠী, তাদের পিছনে আছে পাকিস্তান। তাদের দিয়ে পুলওয়ামা নাশকতা ঘটিয়েছে পাকিস্তানই। ইমরান বলেন, নানা মহল থেকে পাকিস্তানের ওপর পুলওয়ামা হামলার জবাবে আক্রমণের দাবির কথা তিনি ভারতীয় মিডিয়ার মাধ্যমেই জেনেছেন। সেই প্রসঙ্গেই তাঁর তোপ, ভারত আঘাত করলে আমরা পাল্টা মারের কথা ভাববই না, মার দেব। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন বলে মন্তব্য করেন ইমরান। তিনি বলেন, ভারতকে প্রশ্ন করতে চাই, তারা কি অতীত নিয়েই পড়ে থাকতে চায়? কেউ এখান থেকে সন্ত্রাসবাদী হামলা চালাতে যাক বা এখানে এসে হামলা করুক, কোনওটাই আমাদের স্বার্থ পূরণ করবে না।