নওয়াজ শরিফের অস্ত্রোপচার ‘সফল’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 May 2016 12:09 PM (IST)
লন্ডন: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপেন হার্ট সার্জারি ‘সফল’ হয়েছে। তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর ব্রিটেনের মুখপাত্র এই খবর দিয়েছেন। তিনি জানান, কয়েক ঘণ্টার মধ্যেই শরিফের জ্ঞান ফিরে আসবে। মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে পাক প্রধানমন্ত্রীর এই অস্ত্রোপচার হয়। এই নিয়ে পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বার তাঁর ওপেন হার্ট সার্জারি হল। শরিফের মেয়ে মরিয়ম অস্ত্রোপচার চলাকালীন সোশ্যাল মিডিয়ায় জানান, স্থানীয় সময় সকাল ৮ টায় অস্ত্রোপচার শুরু হয়। কোনও সমস্যা হয়নি। এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। তারপর চিকিৎসকরা অনুমতি দিলেই দেশে ফিরবেন পাক প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ত্রোপচারের আগে শরিফকে শুভেচ্ছা জানান। সোমবার রাতে তাঁকে ফোন করেন শরিফ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানরাও পাক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।