রাষ্ট্রপুঞ্জ: বরাবরের মতোই ফের রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর নিয়ে সরব হওয়ায় পাকিস্তানকে কটাক্ষ করল ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, পাকিস্তানের এই আচরণ দেখে ‘মিয়াঁর দৌড় মসজিদ পর্যন্ত’, প্রবাদ মনে পড়ে যাচ্ছে।
রাষ্ট্রপুঞ্জে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর হয়ে কাশ্মীর প্রসঙ্গে তোলে পাকিস্তান। তাদের দাবি, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে ভারত। কাশ্মীরের মানুষকে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
পাকিস্তানের এই মন্তব্যের কড়া জবাব দিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি সুমিত শেঠ বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনও অধিকারই নেই ওআইসি-র। অত্যন্ত দুঃখের সঙ্গে ভারত জানাচ্ছে, ওআইসি-র বিবৃতিটি তথ্যগত ভুলে ভরা। যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, তার সম্পর্কে বিভ্রান্তিকর ইঙ্গিত করা হয়েছে তাতে। ওআইসি-কে ভবিষ্যতে এমন প্রসঙ্গ তোলা, ইঙ্গিত করা থেকে বিরত থাকার আর্জিও জানান তিনি।
এখানেই থেমে না থেকে পাকিস্তানের প্রতি আক্রমণের ধার বাড়িয়ে আকবরউদ্দিন বলেছেন, ‘আমরা উন্নতির পথে এগিয়ে চলেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট। অন্য কোনও দেশ যদি অতীতের বিষয় নিয়ে মাথা ঘামাতে থাকে, তাহলে তাদের অতীতের মানুষ বলতে হবে। রাষ্ট্রপুঞ্জে যে বিষয়টি নিয়ে কয়েক দশক ধরে আলোচনা হয়নি, সেই বিষয়টিকে যদি পাকিস্তান ক্রমাগত খুঁচিয়ে যেতে থাকে, তাহলে বলতেই হয়, মিয়াঁর দৌড় মসজিদ পর্যন্ত।’
আগামীকাল থেকে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশন শুরু হচ্ছে। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি কাশ্মীর প্রসঙ্গ তুলবেন বলে জানিয়ে দিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। তবে তার আগেই এই প্রসঙ্গে পাকিস্তানকে তোপ দেগেছে ভারত।
রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন: পাকিস্তানকে কটাক্ষ ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
17 Sep 2017 04:17 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -