ইসলামাবাদ: রাষ্ট্রসংঘের পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সদস্যপদ পাওয়া নিয়ে ভারতের পাল্টা কূটনৈতিক উদ্যোগ নিল পাকিস্তান। ইতালি ও মেক্সিকোর সমর্থন পাওয়ার চেষ্টা শুরু করেছে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র।
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ মেক্সিকোর বিদেশমন্ত্রী ক্লদিয়া রুইজ ম্যাসিউকে ফোন করেছিলেন। এনএসজি-র সদস্যপদ নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। পাকিস্তান মেক্সিকোর সমর্থন চাইছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক্সিকো সফরে গিয়েছিলেন। তাঁর এই সফর যথেষ্ট সফল। মেক্সিকো ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, সুইৎজারল্যান্ড এবং জাপানও এনএসজি-র সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভারতকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে।
মোদীর এই কূটনৈতিক দৌত্যই পাকিস্তানকে চাপে ফেলে দিয়েছে। সেই কারণেই মরিয়া হয়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন আজিজ। তিনি ইতালির বিদেশমন্ত্রী পাওলো জেন্তিলিওনি, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী মারে ম্যাককালি এবং দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী ইয়ুন বিয়ুং সে-র সঙ্গেও কথা বলেছেন।
ভারত বেশিরভাগ দেশের সমর্থন পেলেও চিন বিরোধিতা করেছে। কিছুদিন আগে চিনের বাধাতেই এনএসজি-র সদস্য হতে পারেনি ভারত। এই ঘটনাই পাকিস্তানকে আশাবাদী করে তুলেছে। সেই কারণেই আজিজের এই উদ্যোগ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
মোদীর সফরের পাল্টা, এনএসজি-র সদস্য হতে মেক্সিকোর সমর্থন চাইল পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2016 08:58 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -