ওয়াশিংটন: ফের ভারতের বিরুদ্ধে সরব হলেন পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান তথা প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের হোতা বলেছেন, ‘উরি হামলার পর ভারতের কড়া প্রতিক্রিয়ার জবাবে পাকিস্তানেরও পাল্টা হুঁশিয়ারি দেওয়া উচিত ছিল। ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান এবং ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস তাঁদের ঠিক করা সময় ও জায়গায় আক্রমণের হুমকি দিচ্ছেন। এটা গুরুতর বিষয়। পাকিস্তানেরও পাল্টা হুঁশিয়ারি দেওয়া উচিত।’


মুশারফ আরও বলেছেন, ভারতই সবসময় যুদ্ধের পরিস্থিতি তৈরি করে। তাঁর দাবি, পাকিস্তান কোনও সময়ই যুদ্ধের ভয় দেখায় না। ভারতেই সবসময় যুদ্ধ নিয়ে হিস্টিরিয়া তৈরি হয়।

পাকিস্তানের প্রাক্তন সেনানায়কের দাবি, নিজেদের ঠিক করা সময় ও জায়গায় আঘাত হানার কথা বলা উচিত নয়। পাকিস্তানও একই কথা বলতে পারে। তার ফলে যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে। তাই ভারতের নেতাদের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত।