ইসলামাবাদ: একটি ক্রুজ মিসাইলের  পরীক্ষামূলক উত্‍‌ক্ষেপণ পাকিস্তান সেনাবাহিনীর। দেশীয়ভাবে তৈরি ক্রুজ মিসাইলের সংশোধিত সংস্করণ এই মিসাইল। যে কোনও অস্ত্র নিয়েই এই ক্ষেপনাস্ত্র ৭০০ কিমি পাল্লার মধ্যে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। এরফলে ভারতের বহু শহরই এই ক্ষেপনাস্ত্রের পাল্লায় আসবে।  এই ক্ষেপনাস্ত্রের নাম বাবর। বাবর ওয়েপন সিস্টেম ভার্সন-২-র অঙ্গ এই ক্ষেপনাস্ত্র।
পাক সেনা এক বিবৃতিতে জানিয়েছে, এই ক্ষেপনাস্ত্র ভূমি ও সমুদ্র-উভয় ক্ষেত্রেই লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে এই ক্ষেপনাস্ত্র।