ইসলামাবাদ: নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনী সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করেছে এবং তাদের হামলায় তিন পাক নাগরিকের মৃত্যু হয়েছে অভিযোগ তুলে ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে তলব করল ইসলামাবাদ।


দক্ষিণ এশিয়া ও সার্ক সংক্রান্ত ডিজি মহম্মদ ফয়জাল ভারতীয় ডেপুটি হাই কমিশনার জে পি সিংহকে ডেকে পাঠিয়ে অভিযোগ করেন, ভারতীয় ফৌজ নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে।


পাক বিদেশ দফতরের দাবি, গত ১০ জুন এবং এদিন নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করে ভারত। তাতে পাক-অধিকৃত কাশ্মীরের চিরিকোট ও হট স্প্রিং সেক্টরে তিন নাগরিকের মৃত্যু হয়। আরও তিন নাগরিক আহত হয়েছেন।


বিদেশ দফতরের তরফে বলা হয়েছে, ভারত যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ নাগরিকদের টার্গেট করেছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিকতার পরিপন্থী।


তিনি এদিন ডেপুটি হাইকমিশনারকে অনুরোধ করেন, ২০০৩-এর সংঘর্ষবিরতি চুক্তিকে মান্যতা দিয়ে এই ঘটনার যেন তদন্তের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে তিনি ভারতীয় ফৌজকে অনুরোধ করেন, নিয়ন্ত্রণরেখায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে যেন কোনও অবস্থায় ওই চুক্তিভঙ্গ না করা হয়।