ইসলামাবাদ: জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হলেও, এটিকে ভারতের কূটনৈতিক জয় বলে মানতে নারাজ পাকিস্তান। তাদের দাবি, রাষ্ট্রপুঞ্জে যে প্রস্তাব পেশ করা হয়েছিল, তা থেকে পুলওয়ামা হামলার সঙ্গে মাসুদের নাম জড়ানোর প্রচেষ্টা সহ সব ধরনের রাজনৈতিক প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। এই কারণে মাসুদের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়েছে পাকিস্তান।
আজ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ মাসুদের উপর নিষেধাজ্ঞা জারি করার পর পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র মহম্মদ ফয়সল জানিয়েছেন, ‘পাকিস্তান বরাবরই বলে আসছে, সন্ত্রাসবাদ সারা বিশ্বের বিপদ। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটি নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করে। সর্বসম্মতিক্রমে সব সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তান সবসময় বলে এসেছে, এই নিয়মকে সম্মান জানাতে হবে এবং এই কমিটির রাজনীতিকরণের বিরোধিতা করেছে। এর আগে যে প্রস্তাব পেশ করা হয়েছিল, তাতে পাকিস্তানকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছিল। সেই প্রস্তাব সব সদস্য সম্মত হয়নি। পাকিস্তানও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। পুলওয়ামার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা সহ সব রাজনৈতিক প্রসঙ্গ বাদ দেওয়ার পর নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে সব সদস্য দেশ। পাকিস্তান অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করবে।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পুলওয়ামা হামলার সঙ্গে মাসুদের নাম জড়ানোর প্রচেষ্টা বাদ দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব থেকে, দাবি পাকিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
01 May 2019 09:19 PM (IST)
মাসুদের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়েছে পাকিস্তান।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -