রাষ্ট্রপুঞ্জ:  বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্রে’র আখ্যা দিয়ে যুদ্ধের মতো অপরাধ ভারতের মাটিতে চালানোর অভিযোগ এনেছে নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে নওয়াজ শরিফের কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনের কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে ভারত। ভারতের তরফে দাবি করা হয়েছে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি করে তুলেছে পাকিস্তান। পাকিস্তানের মাটি থেকে সারা দুনিয়ায় জঙ্গি কার্যকলাপ কার্যত স্পন্সর করা হচ্ছে।


ভারতের তরফে আরও দাবি করা হয়েছে, পাকিস্তানের মাটিতে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা। রাষ্ট্রের মাধ্যমে, রাষ্ট্রকে ব্যবহার করে নৃশংস হামলা চালাচ্ছে জঙ্গিরা, অভিযোগ ভারতের।

শরিফ রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছে পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। এর পাল্টা রাষ্ট্রপুঞ্জে পারমানেন্ট মিশন অফ ইন্ডিয়ার সচিব ইনম গম্ভীর দাবি করেছেন, মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে ঘৃণ্যতম উদাহরণ হল সন্ত্রাসবাদ, যা কার্যত অবলীলায় চালিয়ে যাচ্ছে পাকিস্তান। আর যখন সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতির কূটনৈতিক চাল হিসেবে ব্যবহার করা হয়, তখন সেটা হয় যুদ্ধাপরাধ, দাবি গম্ভীরের। আর আজ পাকিস্তানের নীতি শুধু ভারতকে নয়, প্রভাবিত করছে অন্য সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও। তাই এই লড়াই আজ শুধু ভারতের মাটিতে সীমাবদ্ধ নেই।

গম্ভীর আরও অভিযোগ করেছেন সন্ত্রাসবাদকে স্পন্সর করার জন্যে আন্তর্জাতিক সংস্থা থেকে প্রচুর অর্থনৈতিক সাহায্যও পাচ্ছে পাকিস্তান। সেই টাকা কার্যত জঙ্গিদের প্রশিক্ষণ দিতে, অস্ত্র সরবরাহ করতে এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডকে চালিয়ে নিয়ে যেতে ব্যবহার হচ্ছে।

এপ্রসঙ্গে গম্ভীর জঈশ-ই মহম্মদ প্রধান মাসুদ আজহার এবং মুম্বই হামলার মূলচক্রী জাকিউর-রহমান লকভির কথা উল্লেখ করে বলেন, এদের মতো জঙ্গিরা নির্দ্বিধায় পাকিস্তানে ঘুরে বেড়ায়। বিভিন্ন জঙ্গি সংগঠন প্রকাশ্যে টাকা তোলে। এমনকি পাকিস্তান নিজেদের দেশের লোকের ওপরও সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে জঙ্গিদের সমর্থনে, কার্যত নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে।