ইসলামাবাদ: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে ভারতের সঙ্গে চলতি উত্তেজনা, সংঘাতের মধ্যেই সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান। পাক মিডিয়ার খবর, প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) থেকে জারি করা এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বর্তমান মেয়াদ পূর্ণ হওয়ার দিন থেকে আরও তিন বছরের জন্য সেনাপ্রধান নিয়োগ করা হল। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সিদ্ধান্তের উল্লেখ করে বলেছে দি ডন।
জেনারেল বাজওয়াকে ২০১৬-র নভেম্বরে সেনাপ্রধান নিয়োগ করেছিলেন বর্তমানে কারাবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ৫৮ বছরের বাজওয়ার এ বছরই নভেম্বরে অবসর নেওয়ার কথা ছিল।
প্রথমবার সেনাপ্রধান বাছাই হওয়ার আগে জেনারেল বাজওয়াকে ওই পদের দৌড়ে কালো ঘোড়া বলে ভাবা হচ্ছিল। শেষ পর্যন্ত নাকি তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর পড়ে কাশ্মীর নিয়ে তাঁর বিরাট অভিজ্ঞতার জন্য। তিনি ছিলেন বালোচ রেজিমেন্টের পদাতিক অফিসার।
কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে সংঘাতের মধ্যেই সেনাপ্রধান পদে জেনারেল বাজওয়ার মেয়াদ ৩ বছর বাড়াল পাকিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
19 Aug 2019 06:29 PM (IST)
জেনারেল বাজওয়াকে ২০১৬-র নভেম্বরে সেনাপ্রধান নিয়োগ করেছিলেন বর্তমানে কারাবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ৫৮ বছরের বাজওয়ার এ বছরই নভেম্বরে অবসর নেওয়ার কথা ছিল।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -