ইসলামাবাদ: নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। তিনি হাজি পীর সেক্টরে গিয়ে সেখানে নিযুক্ত সেনা অফিসার, জওয়ানদের সঙ্গে কথা বলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পাক সেনা। তাঁকে এলাকার বাহিনী বিন্যাস, গঠন ও বিভিন্ন ইউনিটের প্রস্তুতির ব্যাপারে বিস্তারিত জানান স্থানীয় কমান্ডার।


পাক সেনার বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনীর প্রস্তুতি, চাঙ্গা মনোভাব ও নজরদারির হাল দেখে পূর্ণ সন্তোষ জানিয়েছন সেনা প্রধান।

প্রসঙ্গত, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর এটাই নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি পর্যালোচনায় প্রথম সফর পাক সেনাপ্রধানের।

সার্জিক্যাল স্ট্রাইকের জেরে সীমান্তে সংঘাতের পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় কয়েকদিন আগে সেনাবাহিনীর অপারেশন প্রস্তুতি খতিয়ে দেখতে নর্দার্ন ও ওয়েস্টার্ন কমান্ডে যান ভারতীয় সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ। তার এক সপ্তাহ কেটে যাওয়ার পর নিয়ন্ত্রণ রেখা সফর করলেন জেনারেল রাহিল শরিফ।

প্রসঙ্গত, উরি হামলার জবাবে গত ২৮ ও ২৯ সেপ্টেম্বরের মাঝের রাতে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। যদিও এমন সার্জিক্যাল  স্ট্রাইকের কথা স্বীকার করেনি পাকিস্তান।