লাহৌরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর হামলার চক্রী নিহত
Web Desk, ABP Ananda | 09 Oct 2016 07:08 PM (IST)
লখনউ: ২০০৯ সালে লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে খেলা চলাকালীন শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার চক্রী কারি আজমল নিহত। আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আউরগন অঞ্চলে আফগান-মার্কিন বিশেষ বাহিনীর যৌথ অভিযানে এই লস্কর-ই-ঝাঙ্গি জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। তালিবানের পক্ষ থেকে এই জঙ্গির মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর হামলা ছাড়াও বেশ কয়েকটি বড়মাপের নাশকতার সঙ্গে যুক্ত ছিল আজমল। ২০০৯ সালে সে ওয়াজিরিস্তানে পালিয়ে যায়। পরে পাকতিকায় চলে যায় সে। তোহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান হাকিমুল্লা মেহসুদের সঙ্গে যোগাযোগ ছিল আজমলের। ২০১৩ সালে নিহত হয় হাকিমুল্লা। গত ২৫ সেপ্টেম্বর পাকিস্তানি তালিবানের কমান্ডার আজম তারিক ও তার ছেলে নিহত হয়েছে। অপর এক তালিবান কমান্ডার নাসির ওয়াইরকে গ্রেফতার করা হয়েছে। এবার আজমলকে নিকেশ করে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল আফগানিস্তান।