ইসলামাবাদ: ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপের পর কেটে গিয়েছে ১০ দিন। একদিকে যখন স্বাভাবিক হওয়ার পথে ভূ-স্বর্গ তখন পরিস্থিতি আরও উত্তপ্ত করেই চলেছে ইসলামাবাদ। প্রথমে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত, তারপর ভারতীয় রাষ্ট্রদূতকে রীতিমতো তাড়িয়ে দেওয়া, সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা বাতিল - ভারতের সঙ্গে একে একে সব সম্পর্কই ছিন্ন করছে পাকিস্তান। এবার ইমরান খানের সরকার নিষিদ্ধ করল ভারতীয় পণ্যও। এমনকি ভারতীয় কুশীলবদের অভিনীত কোনও বিজ্ঞাপনও সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পেমরা) নামের প্রতিষ্ঠান। পাকিস্তানে কোনও ভাবেই বিক্রি করা যাবে না ভারতীয় সিনেমার সিডি, ডিভিডি-ও।
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সহযোগী ফিরদৌস আশিক আওয়ান পাকিস্তানি এক পত্রিকায় জানিয়েছেন, “আমরা ভারতীয় বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং একাধিক জায়গা থেকে ভরতীয় ছবির সিডি বাজেয়াপ্ত করা হয়েছে। ইসলামাবাদের বিভিন্ন দোকান থেকে এই সিডি বাজেয়াপ্ত হয়েছে।”
প্রসঙ্গত, ১৪ অগস্ট, পাকিস্তানের স্বাধীনতা দিবসেই পেমরা-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, বিভিন্ন বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানের পণ্য, যেমন শ্যাম্পু, সাবান, ফেস ওয়াশ, নুডলস, বডি স্প্রে, সুগন্ধি ইত্যাদির বিজ্ঞাপনে ভারতীয় অভিনেতা কিংবা অভিনেত্রী থাকলে বা যদি তা ভারতে তৈরি হয়ে থাকে, সেই সমস্ত বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হল। পাকিস্তানের সমস্ত চ্যানেলের জন্যই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। এরপর যদি কোনও চ্যানেল ভারতীয় কুশীলব দ্বারা নির্মিত বিজ্ঞাপন সম্প্রচার করে তাহলে তা নিয়মের লঙ্ঘন হিসেবেই ধার্য হবে। উল্লেখ্য, ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার কারণেই এই সিদ্ধান্তের পথে হেঁটেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি।