ইসলামাবাদ: বহু বছর ধরে তিনি প্রবাসী। তাঁর বাবা মা দেশ ছেড়ে ইংল্যান্ড চলে গিয়েছিলেন সেই ষাটের দশকে। তবু লন্ডনের মেয়র পদে সাদিক খানের নির্বাচনে পাকিস্তানিদের আনন্দ ধরছে না। সাদিকের জয়ের বিষয়টি সে দেশের প্রতিটি খবরের কাগজের প্রথম পাতায় বিরাট করে জায়গা পেয়েছে, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন দেশপ্রেমিক পাকিস্তানিরা। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ট্যুইটারে অভিনন্দনও জানিয়েছেন তাঁকে। যদিও কেউ কেউ বলছেন উল্টো কথা। তাঁদের বক্তব্য, শুধু সাদিক জিতেছেন বলে নয়, পাকিস্তানিদের উচ্ছ্বাসের আরও কারণ, তিনি জাক গোল্ডস্মিথকে হারিয়ে জেতায়। সাদিকের জয়ের থেকে ‘ইহুদি’ জাকের পরাজয় তাঁদের আরও বেশি আনন্দ দিয়েছে।