লন্ডনের মেয়র পদে সাদিক খান, উচ্ছ্বসিত পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 May 2016 01:53 AM (IST)
NEXT
PREV
ইসলামাবাদ: বহু বছর ধরে তিনি প্রবাসী। তাঁর বাবা মা দেশ ছেড়ে ইংল্যান্ড চলে গিয়েছিলেন সেই ষাটের দশকে। তবু লন্ডনের মেয়র পদে সাদিক খানের নির্বাচনে পাকিস্তানিদের আনন্দ ধরছে না। সাদিকের জয়ের বিষয়টি সে দেশের প্রতিটি খবরের কাগজের প্রথম পাতায় বিরাট করে জায়গা পেয়েছে, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন দেশপ্রেমিক পাকিস্তানিরা। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ট্যুইটারে অভিনন্দনও জানিয়েছেন তাঁকে। যদিও কেউ কেউ বলছেন উল্টো কথা। তাঁদের বক্তব্য, শুধু সাদিক জিতেছেন বলে নয়, পাকিস্তানিদের উচ্ছ্বাসের আরও কারণ, তিনি জাক গোল্ডস্মিথকে হারিয়ে জেতায়। সাদিকের জয়ের থেকে ‘ইহুদি’ জাকের পরাজয় তাঁদের আরও বেশি আনন্দ দিয়েছে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -