রাষ্ট্রপুঞ্জ: আলোর উৎসব দীপাবলি উপলক্ষে বিশেষ ডাকটিকিট প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জের ডাক বিভাগ। এই ডাকটিকিটে প্রদীপের ছবি রয়েছে। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘ভারত সহ সারা বিশ্বে বিভিন্ন ধর্মের লোকজন আলোর উৎসব পালন করেন। তাঁরা অশুভকে হারিয়ে শুভশক্তির জয়ের নিদর্শন হিসেবে মাটির প্রদীপ জ্বালিয়ে থাকেন।’



এর আগে ২০১৬-র অক্টোবরেও দীপাবলি উপলক্ষে বিশেষ ডাকটিকিট প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জ। এবারও ডাকটিকিট প্রকাশ করা হল। দীপাবলিকে সম্মান জানানোয় রাষ্ট্রপুঞ্জকে ধন্যবাদ জানিয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন ট্যুইট করে বলেছেন, ‘প্রতিদিন শুভ ও অশুভর দ্বন্দ্ব চলে। আলোক উৎসবের মঙ্গলময় মুহূর্তে দীপাবলি ডাকটিকিট প্রকাশ করে দুষ্টর সঙ্গে শিষ্টর লড়াইয়ের ফল নিয়ে আমাদের প্রত্যেকের প্রত্যাশাকে তুলে ধরায় রাষ্ট্রপুঞ্জকে ধন্যবাদ।’