ইসলামাবাদ ও নয়াদিল্লি: ভারতের তীব্র প্রতিক্রিয়া সত্ত্বেও কূলভূষণ যাদবকে র-এর হয়ে চরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড দেওয়ার পাক সামরিক আদালতের সিদ্ধান্তের সমর্থনে সাফাই দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁদের দেশের যাবতীয় নিয়মবিধি, আইন মেনেই ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কূলভূষণের বিচার হয়েছে, আইনের বাইরে কিছুই হয়নি বলে দাবি তাঁর।
৪৬ বছর বয়সি কূলভূষণের বিরুদ্ধে ভারতীয় গুপ্তচর সংস্থার হয়ে গিলগিট-বাল্টিস্তানে নাশকতায় জড়িত থাকার অভিযোগ এনেছে পাকিস্তান। কিন্তু ভারতের দাবি, কোনও তথ্যপ্রমাণই নেই কূলভূষণের বিরুদ্ধে। সাজানো অভিযোগে জড়িয়ে তাঁকে বলির পাঁঠা করা হচ্ছে। কিন্তু আসিফ বলেছেন, তিন মাস ধরে বিচার হয়েছে অভিযুক্তের।
পাকিস্তানের সেনা আইনে গতকালই কূলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে মিলিটারি ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল। সাজায় সিলমোহর দিয়েছেন ক্ষমতাশালী পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। গতকালই কূলভূষণের সাজা 'পূর্বপরিকল্পিত হত্যা' বলে মন্তব্য করেছে, তাঁর বিচারকে 'প্রহসন' বলেছে নয়াদিল্লি। পাল্টা আসিফের মন্তব্য, এটা নয়, 'পূর্বপরিকল্পিত হত্যা' চলছে কাশ্মীরে!
পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে তিনি এও জানান, চাইলে ৬০ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারেন কূলভূষণ। তাঁর সেই অধিকার আছে।
আসিফ হুঁশিয়ারি দেন, সীমান্তের ওপার বা দেশের ভিতরে, যেখান থেকেই হোক, পাকিস্তানের নিরাপত্তা যে-ই বিপন্ন করুক, লৌহকঠিন হাতে তার মোকাবিলা করা হবে। শত্রুরা যেখান থেকেই আসুক, সাজা পাবেই।
কূলভূষণ নিজের বিবৃতিতে চরবৃত্তির অভিযোগ স্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি। গত বছরের ৩ মার্চ অশান্ত বালুচিস্তান থেকে কূলভূষণকে গ্রেফতার করে পাক নিরাপত্তাবাহিনী জানায়, তিনি ইরান থেকে পাকিস্তানে ঢুকেছেন। কূলভূষণ 'ভারতীয় নৌবাহিনীর কর্মরত অফিসার' বলেও ঘোষণা করে তারা।
তবে কূলভূষণকে নিজেদের নাগরিক বলে স্বীকার করেও ভারত জানিয়ে দেয়, তাঁর সঙ্গে সরকারের কোনও সম্পর্কই নেই।
৬০ দিনের মধ্যে আবেদন করতে পারবেন কূলভূষণ, আইন মেনেই সাজা, তিন মাস ধরে বিচার চলেছে, দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
11 Apr 2017 07:51 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -