ইসলামাবাদ: নয়াদিল্লি অনুরোধ জানালেও, পাকিস্তানের আকাশসীমা দিয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমান উড়ে যাওয়ার অনুমতি দিল না ইসলামাবাদ। একটি সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর। পাকিস্তানের অর্থমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খান তাঁদের দেশের আকাশসীমায় ভারতের রাষ্ট্রপতির বিমান প্রবেশের অনুমতি দিতে নারাজ।
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই ভারতের বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ইমরান। তিনি পরমাণু অস্ত্র ব্যবহারেরও হুঁশিয়ারি দিচ্ছেন। এই পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা দিয়ে ভারতের রাষ্ট্রপতির বিমান যাওয়ার অনুরোধ নাকচ হয়ে যাওয়ায় দু’দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
পাকিস্তানের আকাশসীমায় রাষ্ট্রপতি কোবিন্দের বিমান প্রবেশের অনুরোধ নাকচ ইমরানের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Sep 2019 05:45 PM (IST)
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই ভারতের বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ইমরান।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -