ইসলামাবাদ: বুরহান ওয়ানির মৃত্যুকে ইস্যু করে ভারত-বিরোধিতা চালিয়েই যাচ্ছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ ও অন্য জঙ্গিদের ‘স্বাধীনতা সংগ্রামী’ আখ্যা দিলেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া। সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে তিনি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ দায়ে কাঠগড়ায় তোলেন ভারতীয় নিরাপত্তা বাহিনীকে। বলেন, কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে জড়িত ভারতীয় নিরাপত্তা বাহিনী। এদিকে নজর দিক আন্তর্জাতিক সম্প্রদায়।
কাশ্মীরে ভারতীয় নিরাপত্তাবাহিনীর ‘অত্যাচার’, মানবাধিকার ‘লঙ্ঘনে’র ব্যাপারে ওআইসি, ই ইউ সহ আন্তর্জাতিক মহলকে পাকিস্তান অবহিত করেছে বলে জানান জাকারিয়া। এ ব্যাপারে পাক রাষ্ট্রদূতদেরও তাঁরা যে দেশগুলিতে আছেন, সেখানকার সরকার ও মানবাধিকার গোষ্ঠীগুলিকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এক প্রশ্নের উত্তরে নিহত হিজবুল কমান্ডার ও অন্যান্য জঙ্গিদের ‘স্বাধীনতার লড়াকু যোদ্ধা’ বলেও উল্লেখ করেন।
কাশ্মীর প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘকে তাদের প্রস্তাব বাস্তবায়িত করতেও বলেন জাকারিয়া। বলেন, আমরা রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর ইস্যুর সমাধান চাই। কাশ্মীর সহ যাবতীয় আন্তর্জাতিক ইস্যুর মীমাংসা করা রাষ্ট্রসঙ্ঘের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে যুদ্ধ যেহেতু কোনও সমাধান নয়, তাই পাকিস্তান কাশ্মীর সহ ভারতের সঙ্গে যাবতীয় বিরোধ আলোচনার রাস্তায় মেটাতে চায় বলেও জানান জাকারিয়া। বলেন, কাশ্মীর নিয়ে আমরা যুদ্ধ করেছি। আবার আলোচনাও করেছি। কিন্তু সমস্যা মেটেনি। সুতরাং আন্তর্জাতিক মহল ভারতকে চাপ দিক যাতে কাশ্মীর সমস্যা মীমাংসায় তারা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে।
তিনি দাবি করেন, লাগাতার রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাব লঙ্ঘন করেছে, তাই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্য নয় ভারত।।
বুরহানকে ‘স্বাধীনতা সংগ্রামী’ বলল পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jul 2016 01:03 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -