ইসলামাবাদ: ২৬/১১ মুম্বইয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী আক্রমণের মামলার এক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করল পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।তথ্যপ্রমাণের অভাবেই ওই অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে। গত বৃহস্পতিবার সন্ত্রাসদমন আদালতে এফআইএ এই মামলায় চার্জশিট দায়ের করে। সেই চার্জশিটে মামলার অন্যতম অভিযুক্ত সুফিয়ান জাফরের নাম ছিল দ্বিতীয় কলামে। এর অর্থ, তার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। যদিও সরকারি কৌসুঁলি আদালতকে জানিয়েছেন, জাফরের বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। আগামী ২২ সেপ্টেম্বর আদালতে একটি পৃথক চালান এফআইএ-কে জমা দিতে বলেছেন।
২৬/১১ মুম্বই হামলার জন্য আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগে জাফরকে গতমাসে গ্রেফতার করা হয়েছিল। এফআইএ-র নথি থেকে জানা গিয়েছ যে, জাফর নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য ছিল। ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলার জন্য সে অন্যান্য সন্দেহভাজনদের টাকাপয়সা জুগিয়েছিল। চার্জশিটে বলা হয়েছে, জাফর এক সন্দেহভাজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৪,৮০০ টাকা পাঠিয়েছিল।
এফআইএ-র ডেপুটি ডিরেক্টর ওয়াসিম রাঞ্ঝা আদালতকে জানিয়েছেন, তাঁরা রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে জাফরকে জেরা করছেন।
২৬/১১ মামলা: সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার পাকিস্তানের
ABP Ananda, web desk
Updated at:
09 Sep 2016 03:02 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -