Pakistan Emergency LIVE Updates: লন্ডনে নওয়াজ শরিফের বাসভবনের বাইরে বিক্ষোভ পিটিআইয়ের সমর্থকদের
Pakistan Emergency LIVE Updates: পাক সুপ্রিম কোর্টের (Supreme Court) বাইরে মোতায়েন করা হল পাক সেনাকে। ইসলামবাদের সমস্ত হাসপাতালে জারি করা হল জরুরি অবস্থা।
আস্থাভোটে ইমরান-খান সরকারের পতনের পর লন্ডনে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান পিটিআইয়ের সমর্থকরা।
সেই ট্র্যাডিশন সমানে চলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে মেয়াদ শেষ করার আগে গদিচ্যুত ইমরান খানও। বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই আজ থেকে ফের শুরু হল। ১৭৪ ভোটে আস্থা ভোটে হারের পর ট্যুইট প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়কের। এদিকে বিরোধীদের তরফে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দিলেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।
শাহবাজ শরিফকে লাহৌর হাইকোর্টের সমন প্রমাণ করে যে পাকিস্তানের রাজনীতিতে বিচারব্যবস্থাও ঢুকে পড়েছে, মন্তব্য প্রাক্তন এনএসজি কম্যান্ডো দীপাঞ্জন চক্রবর্তী।
শাহবাজ শরিফের মনোনয়ন গ্রহণ করা হলে তাঁর দলের সদস্যরা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা দেবেন, জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
শাহবাজের দাদা নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীনই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। সম্প্রীতির বার্তা নিয়ে ১৯৯৯ সালে বাসে করে লাহৌরে পৌঁছেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনাও জানিয়েছিলেন নওয়াজ।
বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন নওয়াজ শরিফ। এবার তাঁর ভাইয়ের যখন পাক মসনদে বসার সম্ভাবনা প্রবল, তখন ভারতের সঙ্গে পাকিস্তানের পরবর্তী সরকারের সম্পর্ক কী হতে চলেছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা ঠিক করতে সোমবার দুপুর দুটোয় বসবে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি
আদালতে হাজিরা থেকে ছাড় পাওয়ার আবেদন জানাতে পারেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (PML-N)-এর প্রেসিডেন্ট শাহবাজ। রবিবারই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন শাহবাজ।
আগামীকাল ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির বিশেষ আদালতে ডেকে পাঠানো হয়েছে শাহবাজ ও তাঁর পুত্র হামজাকে। ১৪ বিলিয়ন আর্থিক তছরুপ মামলায় তাঁদের হাজির হতে বলা হয়েছে। এদিকে কালই দুপুর দুটোয় পরবর্তী পাক প্রধানমন্ত্রী নির্বাচন ।
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে মনোনীত করেছেন বিরোধীরা। বেআইনি লেনদেন মামলায় তাঁকে সমনও পাঠিয়েছে লাহৌর হাইকোর্ট। এহেন শাহবাজ শরিফের বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্তকারী এক শীর্ষস্থানীয় আধিকারিককে অনির্দিষ্টকালনের জন্য ছুটিতে পাঠানো হল। আস্থাভোটে ইমরান খান-সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরই তাঁকে ছুটিতে পাঠানো হয়।
২০১৯ সালের ডিসেম্বরে, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিট ব্যুরো শাহবাজ ও তাঁর পুত্র হামজা শরিফের ২৩টি সম্পত্তি বাজেয়াপ্ত করে। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর শাহবাজ গ্রেফতার হন। ২০২১ সালের ১৪ এপ্রিল আর্থিক তছরূপ মামলায় তাঁকে জামিনে মুক্তি দেয় লাহোর হাইকোর্ট।
২০১৭ সালে পানামা পেপার মামলায় নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হওয়ার পর পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (PML-N)-এর প্রধান হন শাহবাজ।
পাক-সঙ্কটের জন্য বিদেশি শক্তিকে দায়ী করলেন ইমরান। গদিচ্যুত হওয়ার পর প্রথমবার ট্যুইট ইমরান খানের। "১৯৪৭ সালে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল পাকিস্তান। কিন্তু, আজ আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হল। পাকিস্তানে শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে এই স্বাধীনতা সংগ্রাম। সবসময় দেশের মানুষ তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করেন।" গদিচ্যুত হওয়ার পর প্রথমবার ট্যুইট ইমরান খানের
৭০ বছরের শাহবাজ শরিফ পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। শাহবাজ নিজেও পাকিস্তানের পঞ্জাব প্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী থেকেছেন। ১৯৯৭, ২০০৮ ও ২০১৩-য়। তিনিই পাকিস্তানের পঞ্জাবের দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রী।
ইমরান খান-সরকারের পতনের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটি রয়েছে সোমবার।
দলের কোর কমিটির বৈঠক ডাকলেন ইমারন খান। ভবিষ্যতে দলের রূপরেখা তৈরি হবে সেখানে। ট্যুইটারে জানালেন সেনেটর ফৈজল জাভেদ খান।
মধ্যরাতে ইমরান সরকারের পতনের পর বিরোধী দলনেতা তথা নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ পাক সংসদে দাঁড়িয়ে আশ্বাস দেন, পাকিস্তানের মাটিতে আর বদলার রাজনীতি থাকবে না। যদিও, ইমরান খান ক্ষমতাচ্যুত হতেই পাক পুলিশের নজরে ইমরান-ঘনিষ্ঠরা। তেহরিক-ই-ইনসাফের মুখপাত্রর বাড়িতে চলল তল্লাশি। বাজেয়াপ্ত করা হয়েছে পরিবারের সদস্যদের মোবাইল ফোন।
পাকিস্তানে গণতন্ত্র বলে কিছু নেই। সেনাবাহিনী দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে ইসলামাবাদ। বললেন প্রাক্তন সেনা কর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস।
শাহবাজ শরিফকে লাহৌর হাইকোর্টের সমন প্রমাণ করে যে পাকিস্তানের রাজনীতিতে বিচারব্যবস্থাও ঢুকে পড়েছে, মন্তব্য প্রাক্তন এনএসজি কম্যান্ডো দীপাঞ্জন চক্রবর্তী।
বেআইনি লেনদেন মামলায় শাহবাজকে সমন পাঠাল লাহৌর হাইকোর্ট। কালই ছেলে সহ শাহবাজ শরিফকে তলব। কালই দুপুর দুটোয় পরবর্তী পাক প্রধানমন্ত্রী নির্বাচন ।
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলা শাহবাজ শরিফ প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন সরকার বদলার রাজনীতি করবে না। তার বদলে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাবে নতুন সরকার।
ইমরান সরকারের পতনের পরেও পাকিস্তানে টানটান নাটক। পরবর্তী পাক প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফকে নিয়ে জল্পনার মধ্যেই বড় ট্যুইস্ট ইসলামাবাদে। বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় শাহবাজকে সমন পাঠিয়েছে লাহোর হাইকোর্ট। কালই শাহবাজ শরিফ ও তাঁর ছেলেকে তলব করেছে আদালত। এদিকে, কালই দুপুর দুটোয় পাক প্রধানমন্ত্রী নির্বাচন।
শাহবাজ শরিফকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করল পাকিস্তানের বিরোধী দলগুলি। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দাখিল করলেন শাহবাজ।
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে মনোনীত করল বিরোধী দলগুলি। ফলে কাল সরকারিভাবে তিনিই নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হচ্ছেন। পাকিস্তানের সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে।
ইমরান খান ক্ষমতা হারানোর আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বরখাস্ত করে আস্থাভাজন কাউকে সেই পদে বসানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হয়নি।
মধ্যরাতে পাকিস্তানে টানটান নাটক, বিরোধীদের পক্ষে ১৭৪টি ভোট। ৩৪২ জন সাংসদের মধ্যে বিরোধীদের পক্ষে পড়ল ১৭৪টি ভোট। পাকিস্তানে টালমাটাল পরিস্থিতির মধ্যেই ইস্তফা দিলেন অ্যাটর্নি জেনারেল। ভোটাভুটির ফল প্রকাশের আগেই ইসলামবাদ ছাড়লেন ইমরান খান।
পাকিস্তানের নির্বাচন কমিশনকে ১৫ জুলাই পর্যন্ত স্থানীয় নির্বাচন স্থগিত রাখতে বলল বালোচিস্তান সরকার। গত সপ্তাহেই পাকিস্তানের নির্বাচন কমিশন জানায়, কোয়েটা ও লাসবেলা জেলা ছাড়া বালোচিস্তানের বাকি সব জেলায় ভোট হবে ২৯ মে। তবে আপাতত সেই নির্বাচন স্থগিত রাখা হচ্ছে।
ইমরান খান সরকারের পতনের পরেই পদত্যাগ করলেন পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল খালিদ জাভেদ খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজা খালিদ মেহমুদ খান।
ইমরান সরকারের পতনের পরেও পাকিস্তানে টানটান নাটক। পরবর্তী পাক প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফকে নিয়ে জল্পনার মধ্যেই বড় ট্যুইস্ট ইসলামাবাদে। বেআইনি লেনদেন মামলায় শাহবাজকে সমন পাঠাল লাহোর হাইকোর্ট। কালই ছেলে সহ শাহবাজ শরিফকে তলব।
আজ দুপুর দুটোর মধ্য়েই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পেশ করতে হবে। বিকেল তিনটে পর্যন্ত পরীক্ষা করা হবে মনোনয়ন পত্র।
ভোটাভুটির ফল প্রকাশের আগেই ইসলামবাদ ছাড়লেন ইমরান খান। ক্ষমতাচ্যুত হতেই পাক প্রশাসনের নজরে ইমরান-ঘনিষ্ঠরা। তেহরিক-ই-ইনসাফের মুখপাত্রর বাড়িতে তল্লাশি। বাজেয়াপ্ত করা হয়েছে পরিবারের সদস্যদের মোবাইল ফোন।
ইমরান গদিচ্যুত হতেই পাকিস্তানে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের তোড়জোড়। কাল সকাল ১১টায় পরবর্তী পাক প্রধানমন্ত্রী নির্বাচন। আজ দুপুর দুটোয় প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দিতে পারেন শাহবাজ শরিফ। তিনিই পরবর্তী পাক প্রধানমন্ত্রী হতে পারেন।
আজই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোয়ন পেশ করতে পারেন শাহবাজ শরিফ। তিনি কালই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন।
হাই ভোল্টেজ ম্যাচের উত্তেজনা। শেষ বল পর্যন্ত গড়াল খেলা। নাটকের পর নাটক! রুদ্ধশ্বাস উত্তেজনা। উথাল-পাথাল। সকাল থেকে রাত পর্যন্ত টানাপোড়েন। ইয়র্কার, রিভার্স স্যুইং কাজে এল না কোনওটাই! শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের সামনে মাথা নোয়াতে হল ইমরান খানকে। মাঠের খেলোয়াড় সুলভ মানসিক কাঠিন্য রাজনীতির ময়দানে দেখাতে পারলেন না তিনি।
তিন বছর সাত মাস ক্ষমতায় থাকার পর অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কালই হয়তো পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। কিন্তু যিনিই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হবেন, তাঁর পথ চলা মোটেই মসৃণ হবে না। পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে আন্তর্জাতিক মহল।
অনাস্থা ভোটের আগেই রণে ভঙ্গ দিলেন ইমরান খান ও তাঁর দলের সাংসদরা। গভীর রাতে পার্লামেন্টে ভোটাভুটিতে হার। মেয়াদ শেষের আগেই নাটকীয় পতন হল আরও এক পাক সরকারের। রাতেই হেলিকপ্টারে ইসলামাবাদ ছাড়লেন ইমরান। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে নওয়াজ শরিফের ভাই শাহবাজ।
অনাস্থা ভোটে ইমরান খান সরকারের পতন হওয়ায় খুশি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম শরিফ। তিনি বলেছেন, ‘পাকিস্তানের দুঃস্বপ্নের দিন শেষ। এবার ক্ষত সারিয়ে নতুন করে শুরু করতে হবে।’
আমেরিকার হস্তক্ষেপের ফলেই ইমরান খান সরকারের পতন হয়েছে, দাবি পাকিস্তানের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থকদের।
পাক জাতীয় সংসদে আস্থা ভোটে হার নিশ্চিত জেনে ইমরান খান রণে ভঙ্গ দিতেই পাক প্রশাসনের নজরে প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরা। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের দাবি, দলীয় মুখপাত্র আরসালান খালিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। পিটিআই নেতার পরিবারের সকলের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয় বলে দাবি। পাক প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। তিনি অবশ্য বদলার রাজনীতিতে বিশ্বাসী নন বলে জানিয়েছেন।
ইমরান খান সরকারের পতনের পর দ্বিধাবিভক্ত পাকিস্তানের সাধারণ মানুষ। অনেকেই ইমরানের পক্ষে মুখ খুলেছেন। তাঁদের দাবি, এই সরকার দুর্নীতি করেনি, কারও সঙ্গে আপস করেনি। আবার ইমরানের বিরোধীদের দাবি, তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। জোর করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছিলেন তিনি।
গতকাল রাতে অনাস্থা ভোটে ইমরান খান সরকারের পতন হওয়ার পর মুলতুবি হয়ে গিয়েছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি। ফের সোমবার স্থানীয় সময় অনুযায়ী দুপুর দুটোয় বসবে অধিবেশন। এই অধিবেশনেই নির্বাচিত হতে পারেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী।
অনাস্থার আগেই রণেভঙ্গ ইমরানের। পার্লামেন্টে আস্থা ভোটে হার। ইমরানের পার্টির সাংসদের ওয়াকআউট। প্রধানমন্ত্রীর আবাসন ছাড়লেন ইমরান।
পাকিস্তানের ইতিহাসের ধারা অক্ষুণ্ণ। পাক প্রধানমন্ত্রিত্বের পূর্ণ মেয়াদ শেষের আগেই বোল্ড ইমরান খানও। কুর্সিতে বসতে চলেছেন নওয়াজ শরিফ ভাই শাহবাজ শরিফ।
পাকিস্তানের রাজধানীতে টানটান নাটকের যবনিকা পতন মধ্যরাতে। মেয়াদ শেষের আগেই পতন হল ইমরান খান সরকারের। ৩৪২ আসনের পাক সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পড়ল ১৭৪টি ভোট। এই প্রথম অনাস্থা ভোটে অপসারিত হলেন পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রী।
‘পুরনো পাকিস্তানে স্বাগত। আমি পাকিস্তানের সবাইকে অভিনন্দন জানাতে চাই। পাকিস্তানের যুবকদের আমি এই বার্তা দিতে চাই, কখনও স্বপ্ন দেখা ছেড়ে দেবে না। কোনও কিছুই অসম্ভব নয়,’ বললেন বিলাবল ভুট্টো জারদারি।
‘আমরা কারও উপর প্রতিশোধ নেব না, কারও প্রতি অন্যায় আচরণ করব না, কাউকে জেলে পাঠাব না, আইন নিজের পথে চলবে। পাকিস্তানে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে,’ বললেন শাহবাজ শরিফ।
অনাস্থা ভোটে অংশগ্রহণ শুধুমাত্র বিরোধী দলের সাংসদদের
মধ্যরাতে খুলল পাক নির্বাচন কমিশনের দফতর
পরবর্তী পাক প্রধানমন্ত্রী হতে পারেন শাহবাজ শরিফ। পাক সংসদের বিরোধী দলনেতা শাহবাজ শরিফ।
পার্লামেন্টে ঢোকার মুখে সংবাদমাধ্যমের দিকে তেড়ে গেলেন স্পিকার
পাক পার্লামেন্ট ছাড়লেন ইমরানের দলের সব সাংসদ
মধ্যরাতে পাকিস্তানে টানটান নাটক, ইস্তফা দিলেন স্পিকার, ডেপুটি স্পিকার
প্রেক্ষাপট
মধ্যরাতে পাকিস্তানে টানটান নাটক, ইস্তফা দিলেন স্পিকার (Speaker)। অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগেই ইস্তফা দিলেন স্পিকার। স্পিকারের সঙ্গে ইস্তফা দিলেন পাক পার্লামেন্টের ডেপুটি স্পিকার (Deputy Speaker)। পাক সুপ্রিম কোর্টের (Supreme Court) বাইরে মোতায়েন করা হল পাক সেনাকে। ইসলামবাদের সমস্ত হাসপাতালে জারি করা হল জরুরি অবস্থা। পাকিস্তানের সমস্ত বিমানবন্দরে জারি করা হল অ্যালার্ট। কিছুক্ষণের মধ্যেই পাক পার্লামেন্টে শুরু হবে অধিবেশন। দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে একার লড়াই, বিবৃতি ইমরান খানের। পাকিস্তান ছাড়তে সমস্ত সরকারি আধিকারিকদের নিষেধাজ্ঞা। মধ্যরাতেই আদালতে গেলেন পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ইসলামাবাদে নিরাপত্তা বাড়ল মার্কিন দূতাবাসের। এদিন পার্লামেন্টে ঢোকার মুখে সংবাদমাধ্যমের দিকে তেড়ে যান স্পিকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -