ইসলামাবাদ: সরছেন রাহিল শরিফ। সাত থেকে দশদিনের মধ্যেই সেনাপ্রধান পদে জেনারেল রাহিলকে সরিয়ে নতুন কাউকে বসাচ্ছে পাকিস্তান সরকার। নভেম্বরের শেষে এমনিতেই মেয়াদ শেষ হওয়ায় অবসর নেওয়ার কথা তাঁর।

পাকিস্তানের রাজধানী প্রশাসন সংক্রান্ত রাষ্ট্রমন্ত্রী তারিক ফজল চৌধুরিকে উদ্ধৃত করে পাক সংবাদ সংস্থা এপিপি বলেছে, কে নতুন সেনাপ্রধান হবেন, তা সরকার এখনও স্থির করেনি। তবে এক সপ্তাহ থেকে দশদিনের মধ্যেই তাঁর নাম ঘোষণা করা হতে পারে।

পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর দেশের ভিতরে, বাইরে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রাহিলের উত্তরসূরী কে, তা স্থির না হওয়ায় তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রবল চাপে পড়েছেন নওয়াজ শরিফ।  যদিও পাকিস্তানের আইনে নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়টি একান্তই প্রধানমন্ত্রীর নিজের এক্তিয়ারের মধ্যে পড়ে। এ ব্যাপারে তাঁর ক্ষমতাই চূড়ান্ত, যদিও বিদায়ী সেনাপ্রধান তাঁকে পরামর্শ দিতে পারেন। শীর্ষ লেফটেন্যান্টদের মধ্যে কাউকে তিনি সেনাপ্রধান পদে বসাতে পারেন এবং এ ক্ষেত্রে অফিসারদের সিনিয়রিটি মেনে সেনাপ্রধান বাছতে বাধ্য নন তিনি।

প্রসঙ্গত, তিনি যে তাঁর পূর্বসূরী জেনারেল আসফাক পারভেজ কিয়ানির মতো দ্বিতীয় দফায় সেনাপ্রধান পদে নিয়োগ চাইবেন না, তা বেশ কয়েক মাস আগেই জানিয়ে দিয়েছিলেন রাহিল।