ওয়াশিংটন: অনেক হয়েছে, আর নয়! পাকিস্তান সম্পর্কে তাঁর ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছে, স্পষ্ট করে কড়া ট্যুইট ডোনাল্ড ট্রাম্পের। পাকিস্তান আমেরিকাকে মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই দেয়নি, প্রতারণা করেছে, ঠকিয়েছে, সন্ত্রাসবাদীদেরই নিরাপদ আশ্রয় দিয়েছে বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের।

তিনি নতুন বছরের প্রথম ট্যুইটে লিখেছেন, আমেরিকা বোকার মতো পাকিস্তানকে গত ১৫ বছরে ৩৩ বিলিয়ন ডলারের বেশি অর্থসাহায্য দিয়েছে। কিন্তু ওরা আমাদের নেতাদের বুদ্ধু মনে করে বিনিময়ে মিথ্যা, প্রতারণা ছাড়া কিছুই দেয়নি। সামান্যই সাহায্য করেছে, আফগানিস্তানে যে জঙ্গিদের আমরা খুঁজছি, তাদের নিরাপদ আশ্রয় দিয়েছে ওরা। অতএব আর নয়!




মাত্র কয়েকদিন আগেই নতুন নিরাপত্তা সংক্রান্ত স্ট্র্যাটেজি ঘোষণা করে ট্রাম্প বলেছিলেন, বছর বছর পাকিস্তানের পিছনে প্রচুর অর্থ ঢালি আমরা। ওরা সাহায্য করতে বাধ্য।
এবার একেবারে কঠোরতম ভাষায় ক্ষোভ উগরে দিলেন তিনি। গত আগস্টেই নতুন দক্ষিণ এশিয়া নীতি ঘোষণা করে ট্রাম্প সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে আমেরিকার সঙ্গে সহযোগিতা না করলে পাকিস্তানের বিরুদ্ধে আগের চেয়ে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস জানায়, পাকিস্তানকে ২২৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থসাহায্য আটকে দেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার ধারণা, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পাকিস্তান আগ্রহী নয়। তারা যে এজন্য অসন্তুষ্ট, তার প্রতিফলন রয়েছে তাদের অর্থসাহায্য বন্ধ রাখার ভাবনায়।