পানামা পেপার লিক: নওয়াজ সাত দিনের মধ্যে পদত্যাগ করুন, হুঁশিয়ারি পাক আইনজীবীদের
Web Desk, ABP Ananda | 21 May 2017 12:26 AM (IST)
লাহৌর: পানামা পেপার্স কেলেঙ্কারিতে অভিযুক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সাত দিনের মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিলেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও লাহৌর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যৌথভাবে এই ঘোষণা করা হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পানামা পেপার্স মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর নওয়াজের আর প্রধানমন্ত্রী পদে থাকার অধিকার নেই। তাঁর পদত্যাগ করা উচিত। নওয়াজ ও তাঁর সন্তানদের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ মাসের ২৭ তারিখের মধ্যে নওয়াজকে পদত্যাগ করতে হবে। না হলে আইনজীবীরা দেশজুড়ে আন্দোলন শুরু করবেন। শনিবার নওয়াজের বিরোধী আইনজীবীদের সঙ্গে তাঁর সমর্থক আইনজীবীদের বচসা, হাতাহাতি হয়। নওয়াজের সমর্থকরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রশিদ রিজভিকে লাহৌর হাইকোর্টের পাঠাগারে বন্দি করে রাখেন। পরে অবশ্য তাঁকে তালা ভেঙে মুক্ত করেন আইনজীবীরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাকিস্তানের রাজনৈতিক মহলের মতে, আইনজীবীদের আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হবেন নওয়াজ।