লাহৌর: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এক মহিলা বিধায়কের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই মহিলা বিধায়ক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সদস্যা। তিনি সাইবার অপরাধের শিকার হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলেও জানা গিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।


পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বিধায়ক গত মাসে এই অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কথা জানতে পারেন। এরপরেই তিনি সরকার ও তদন্তকারী সংস্থাকে বিষয়টি জানান। ২৬ অক্টোবর ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পঞ্জাব প্রদেশের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তিন সপ্তাহ ধরে তদন্ত চালানোর পর লাহৌর থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে যাঁকে গ্রেফতার করা হয়েছে, তাঁর পরিচয় প্রকাশ করেননি তদন্তকারীরা। ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনিই বিধায়ক কি না, সে বিষয়েও কিছু জানাতে চাননি তদন্তকারীরা। তাঁরা শুধু জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু জানানো যাবে না।


সোশ্যাল মিডিয়ায় যাঁরা এই অশ্লীল ভিডিও দেখেছেন, তাঁদের মধ্যে অনেকেই দাবি করেছেন, ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনিই বিধায়ক। যদিও এই দাবি অস্বীকার করেছেন ওই বিধায়ক। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই লাগাতার তাঁকে ফোন করে বিরক্ত করা হচ্ছে।


পাকিস্তানের এই মহিলা বিধায়ক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজের ঘনিষ্ঠ বলে পরিচিত। বিরোধী দলের বিধায়ক হিসেবে তিনি নানা ইস্যুতে ইমরান খান সরকারের সমালোচনা করে আসছেন বলে জানা গিয়েছে। এহেন একজন মহিলা বিধায়কের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ঘটনা পাকিস্তানের রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। ওই বিধায়ক দ্রুত তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তবে তদন্তের গতি-প্রকৃতি কোনদিকে, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।