পেশোয়ার: ওসামা বিন লাদেনের ডেরা খুঁজে বের করে তাকে অভিযান চালিয়ে মেরে ফেলতে সিআইএ-কে সাহায্য করা সেই ডাক্তার শাকিল আফ্রিদিকে দেশের উত্তরপশ্চিমে এক অজানা নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।
শাকিল ভুয়ো টিকাকরণ কর্মসূচির শিবির বসিয়েছিলেন। তার মাধ্যমেই দিনের পর দিন নজরদারি চালিয়ে আল কায়েদার বিশ্বত্রাস ছড়ানো নেতা লাদেনের আবোতাবাদের গোপন ডেরার হদিশ পান মার্কিন গোয়েন্দারা। লাদেনকে হাতে পেতে সাহায্য করার 'অপরাধে' গত প্রায় সাত বছর পেশোয়ারের এক জেলে পচছেন তিনি। সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে দোষী সাব্যস্ত করে তাঁকে ২০১২-র মে মাসে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। যদিও একাধিক মার্কিন জনপ্রতিনিধির দাবি, আল কায়েদা প্রধানকে ধরতে সাহায্য করার জন্যই প্রতিশোধ তুলতে তাঁকে জেলে পোরা হয়েছে।

পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশের জনৈক শীর্ষ জেলকর্তা বলেছেন, গতকাল আফ্রিদিকে সরিয়ে দেন গোয়েন্দা অফিসাররা। আমায় লিখিত ভাবে বলা হয়, শাকিলকে নিরাপত্তা সংক্রান্ত কারণেই সরানো হল।
২০১৬-য় আমেরিকা পাকিস্তানকে অর্থসাহায্য ছাঁটাইয়ের ভয় দেখানোয় ট্রাইব্যুনাল বসিয়ে শাকিলের ১০ বছর সাজার মেয়াদ ছেঁটে দেওয়া হয়। যদিও তারপর থেকে তাঁর মুক্তির জন্য মার্কিন চাপ কমেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে বলেছিলেন, পাকিস্তানকে বলবেন যাতে শাকিলকে ছেড়ে দেওয়া হয়।